ভিত্তি কি [2023] | ভিত্তি কত প্রকার ও কি কি?

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “ভিত্তি (Foundation) কি এবং কত প্রকার”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

ভিত্তি (Foundation) কি এবং কত প্রকার?

ভিত্তি (Foundation) প্রধানত দুই প্রকার -

১। গভীর ভিত্তি ( Deep Foundation)

২। অগভীর ভিত্তি (Shallow Foundation)

১। গভীর ভিত্তিঃ

(Deep Foundation) যখন সুপার ষ্ট্রাকচারের সবচেয়ে নিচের অংশকে অনেক অভীরে স্থাপন করা হয়, তখন তাকে গভীর ভিত্তি বলে।

  1. এটি তিন প্রকার-
  2. পাইল ফাউন্ডেশন
  3. কেইসন বা ওয়েল ফাউন্ডেশন
  4. কফার ড্যাম

২। অগভীর ভিত্তিঃ

(Shallow Foundation) যখন সুপার ষ্ট্রাকচারের সবচেয়ে নিচের অংশকে মাটির অভ্যান্তরে স্বল্প গভীরতায় স্থাপন করা হয়, তখন তাকে অগভীর ভিত্তি বলে।

এটি চার প্রকার-

  1. স্প্রেড ফুটিং (Spread Footing)
  2. স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং (Strap or Cantilever Footing )
  3. ম্যাট ফুটিং (Mat or Raft Footing)
  4. কম্বাইন্ড ফুটিং (Combined Footing)


আশা করি আপনারা ভিত্তি (Foundation) কি এবং কত প্রকার, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন