আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “ভিত্তি (Foundation) কি এবং কত প্রকার”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
ভিত্তি (Foundation) কি এবং কত প্রকার?
ভিত্তি (Foundation) প্রধানত দুই প্রকার -
১। গভীর ভিত্তি ( Deep Foundation)
২। অগভীর ভিত্তি (Shallow Foundation)
১। গভীর ভিত্তিঃ
(Deep Foundation) যখন সুপার ষ্ট্রাকচারের সবচেয়ে নিচের অংশকে অনেক অভীরে স্থাপন করা হয়, তখন তাকে গভীর ভিত্তি বলে।
- এটি তিন প্রকার-
- পাইল ফাউন্ডেশন
- কেইসন বা ওয়েল ফাউন্ডেশন
- কফার ড্যাম
২। অগভীর ভিত্তিঃ
(Shallow Foundation) যখন সুপার ষ্ট্রাকচারের সবচেয়ে নিচের অংশকে মাটির অভ্যান্তরে স্বল্প গভীরতায় স্থাপন করা হয়, তখন তাকে অগভীর ভিত্তি বলে।
এটি চার প্রকার-
- স্প্রেড ফুটিং (Spread Footing)
- স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং (Strap or Cantilever Footing )
- ম্যাট ফুটিং (Mat or Raft Footing)
- কম্বাইন্ড ফুটিং (Combined Footing)
আশা করি আপনারা ভিত্তি (Foundation) কি এবং কত প্রকার, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না।
Tags:
সিভিল ইঞ্জিনিয়ারিং