হবীবুল্লাহ বাহার [2023]

হবীবুল্লাহ বাহার:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “হবীবুল্লাহ বাহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

হবীবুল্লাহ বাহার [2023]

হবীবুল্লাহ বাহার

হবীবুল্লাহ বাহার চৌধুরী (১৯০৬ – ১৫ এপ্রিল ১৯৬৬) ছিলেন ব্রিটিশ ভারত ও পাকিস্তানের একজন বাঙালি রাজনীতিবিদ, ফুটবলার, লেখক ও পূর্ব পাকিস্তানের প্রথম স্বাস্থ্যমন্ত্রী।

 তিনি ১৯০৬ সালের ফেনী জেলার গুথুমা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মুহাম্মদ নুরুল্লাহ চৌধুরী। তিন বছর বয়সে হবীবুল্লাহ বাহার পিতৃহীন হন।

অনুশীলনী

১। হবীবুল্লাহ বাহার কত সালে মাধ্যমিক পাস করেন?

উত্তর : ১৯২২।

২। ‘আমীর আলী’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : হবীবুল্লাহ বাহার।

৩। কোন স্কুল থেকে হবীবুল্লাহ বাহার মাধ্যমিক পাস করেন?

উত্তর : চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল।

৪। হবীবুল্লাহ বাহার কত বছর বয়সে পিতৃহীন হন?

উত্তর : তিন বছর।

৫। হবীবুল্লাহ বাহার কোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন?

উত্তর : কলকাতা ইসলামিয়া কলেজ।

৬। হবীবুল্লাহ্ বাহার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

উত্তর : হবীবুল্লাহ্ বাহার ফেনী জেলার ‘গুথুমা’ গ্রামে জন্মগ্রহণ করেন।

৭। হবীবুল্লাহ্ বাহার কেমন পরিবারে জন্মগ্রহণ করেন?

উত্তর : হবীবুল্লাহ্ বাহার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

৮। হবীবুল্লাহ বাহার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের কোন পদে নিযুক্ত হন?

উত্তর : হবীবুল্লাহ বাহার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্বাস্থ্যমন্ত্রী পদে নিযুক্ত হন।

৯। হবীবুল্লাহ্ বাহার ১৯৩২ সালে কোন পরীক্ষায় উত্তীর্ণ হন?

উত্তর : হবীবুল্লাহ্ বাহার ১৯৩২ সালে পুলিশ-সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হন।

১০। হবীবুল্লাহ্ বাহার কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান?

উত্তর : হবীবুল্লাহ্ বাহার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে হবীবুল্লাহ বাহার বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন