প্রি-স্ট্রেসড কংক্রিট সংক্রান্ত সকল সমস্যার সমাধান *আসল ব্যাখা 2023*

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “প্রি-স্ট্রেসড কংক্রিট সংক্রান্ত সকল সমস্যার সমাধান”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

প্রি-স্ট্রেসড কংক্রিট সংক্রান্ত সকল সমস্যার সমাধান

প্রিস্ট্রেসড কংক্রিট : Concrete এবং Steel কে উচ্চ ক্ষমতা প্রদান করে যে কংক্রিট প্রস্তুত করা হয় তাকে প্রিস্ট্রেসড কংক্রিট বলে।

উচ্চ শক্তি সম্পন্ন স্ল্যাব,বিম,ব্রিজ,ড্যাম,পাইল ইত্যাদি নির্মাণে প্রিস্ট্রেসড কংক্রিট ব্যবহার করা হয়।এর নির্মাণে স্বাভাবিকভাবে সৃষ্ট ঝুলন এবং টানজনিত চির বহুল পরিমান কমানো যায়।

Pre-stressed Concrete হল- কোন স্ট্রাকচার এর টেনসাইন জোনের কংক্রিটের মধ্যে ইচ্ছাকৃতভাবে স্থায়ী কমপ্রেসিভ স্ট্রেস সৃষ্ট করা।যাতে সার্ভিস লোডের ফলে টেনসাইল জোনের কংক্রিটে উৎপন্ন টেনসাইল স্ট্রেস এবং প্রদত্ত Compressive স্ট্রেস পরস্পর সমন্বয় হয়ে যায়।

অর্থাৎ Tensile জোনের কংক্রিটের মধ্যে প্রদত্ত কমপ্রেসিভ স্ট্রেসের পরিমাণ এমন হবে যে,আপতিত লোডের ফলে(লোড বহনকালে) স্ট্রাকচারে উৎপন্ন টেনসাইল স্ট্রেস এবং প্রদত্ত কমপ্রেসিভ স্ট্রেস পরস্পর সমন্বয় হয়ে যায়।

প্রি-স্ট্রেসড কংক্রিট মেম্বারের সমস্ত কংক্রিটই বেন্ডিং Stress প্রতিহত করে।ফলে সমস্ত কংক্রিটই সক্রিয়ভাবে ব্যবহৃত হয়।প্রিস্ট্রেসিং দ্বারা স্ট্রাকচারের টেনসন জোনের কংক্রিটের মধ্যস্থ ক্রাক(ফাটল) এড়ানো সম্ভব এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টীলকে অত্যন্ত সাশ্রয়ী নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহার করা যায়।

মর্ডান স্ট্রাকচারাল ডিজাইনারগণ আর.সি. Structure এর ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার করে অধিকতর ইকোনোমিক স্ট্রাকচার নির্মাণ করতে ইচ্ছুক।যাতে মেম্বারের আকার ও ওজন কম হবে এবং একই সাথে নির্মাণ সামগ্রীরও সাশ্রয় হবে।

কিন্তু এরূপ ডিজাইনের ক্ষেত্রে সার্ভিস লোডে আর.সি. মেম্বারগুলোতে ক্রাকিং এবং ডিফ্লেকসনজনিত সমস্যা দেখা দেয়।আর.সি মেম্বারের এরূপ অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানের জন্য প্রিস্ট্রেসিং (Pre-strassing) এর মাধ্যমে প্রি-কমপ্রেসন প্রদান করে সার্ভিস লোডে উৎপন্ন ক্রাকিং ও ডিফ্লেকশন এড়ানো সম্ভব।

তার (Wire) অথবা তারের দড়ি বা স্ট্রান্ডাস অথবা রি-বারকে কংক্রিটের মধ্যে বেশিমাত্রার টেনশনে স্থাপন করা হয়।যা কংক্রিট জমাটবদ্ধ হওয়ার পরে কংক্রিটকে কমপ্রেসনে সাম্যাবস্থায় ধরে রাখে।


প্রিস্ট্রেসড কংক্রিটের সুবিধা সমুহ

  • যে কোন আকার-আকৃতিতে ঢালাই করা যায়।
  • ডায়াগোনাল টেনশন কমানো যায়।
  • আবহাওয়া ও অগ্নি প্রতিরোধক।
  • মেম্বারগুলো হালকা হওয়ায় সহজে বহনযোগ্য।
  • টেনডন ব্যবহার করার ফলে Shear প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
  • রক্ষণাবেক্ষণ খরচ কম।
  • উপাদানসমূহ সহজলভ্য।
  • দীর্ঘস্থায়ী এবং অধিক ভারবাহী কাঠামো নির্মাণে খুবই উপযোগী।
  • Concrete এর সর্বোচ্চ চাপ শক্তি ও স্টিলের সর্বোচ্চ টান শক্তি ব্যবহৃত হয়।
  • আকার ছোট হওয়ায় ফাউন্ডেশনে খরচ কম হয়।
  • সেকশন অনেক ছোট হয়।


প্রিস্ট্রেসড কংক্রিটের অসুবিধা সমূহ

  • ডিজাইন ও প্রস্তুত জটিল।
  • বিশেষ ধরনের যন্ত্রপাতি যেমন-জ্যাক,এ্যাংকরেজ ডিভাইস,কনডুইট ইত্যাদি প্রয়োজন হয়।
  • বিশেষ গুলাবলির মালামাল প্রয়োজন হয়।
  • এতে অতিরিক্ত ফর্ম ওয়ার্কের প্রয়োজন হয়।
  • ডিজাইন,নির্মাণ ও তদারকিতে অধিক সতর্কতা অবলম্বন করতে হয়।
  • এধরনের নির্মাণ কাজে অধিক দক্ষ শ্রমিক প্রয়োজন হয়।
  • দক্ষ,প্রশিক্ষণ প্রাপ্ত মিস্ত্রীর প্রয়োজন হয়।



আশা করি আপনারা প্রি-স্ট্রেসড কংক্রিট সংক্রান্ত সকল সমস্যার সমাধান, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন