কোনো বস্তুর ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো উল্লেখ কর: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “কোনো বস্তুর ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো উল্লেখ কর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কোনো বস্তুর ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো উল্লেখ কর?
কোনো বস্তুর ভাসা এবং নিমজ্জনের শর্তগুলো হলো–
যদি W1 > W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন (W1) যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন (W2) অপেক্ষা বেশি হয় তাহলে বস্তু তরলে ডুবে যাবে।
যদি W1 = W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
যদি W1 < W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে।