তরঙ্গ-কণা দ্বৈততা কি? গ্রুপ বেগ ও দশা বেগ বলতে কী বুঝ? [2023]

তরঙ্গ-কণা দ্বৈততা কি? গ্রুপ বেগ ও দশা বেগ বলতে কী বুঝ:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “তরঙ্গ-কণা দ্বৈততা কি? গ্রুপ বেগ ও দশা বেগ বলতে কী বুঝ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

 তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

তরঙ্গ-কণা দ্বৈততা কি? গ্রুপ বেগ ও দশা বেগ বলতে কী বুঝ?

তরঙ্গ-কণা দ্বৈততা কি?

তরঙ্গ-কণা দ্বৈততা হলো এমন একটি ধারণা যাতে উল্লেখ করা হয় যে, সকল শক্তি তরঙ্গ-সদৃশ এবং কণা-সদৃশ উভয় ধর্ম প্রদর্শন করে।

গ্রুপ বেগ ও দশা বেগ বলতে কী বুঝ?

গ্রুপ বেগ হলো তরঙ্গের সেই বেগ যে বেগে তরঙ্গের এনভেলাপ স্পেসের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। এর মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের বিভিন্ন গতিবেগের আলাদা আলাদা তরঙ্গ অবস্থান করে।

 আবার দশা বেগ হলো স্পেসের মধ্যে তরঙ্গের দশার সঞ্চালনের হার। এটি এমন একটি বেগ যে বেগে তরঙ্গের যে কোনো একটি কম্পাঙ্ক উপাদানের দশা ভ্রমণ করে।

এই কম্পাঙ্ক উপাদানের উদাহরণ হলো তরঙ্গ শীর্ষ।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে তরঙ্গ-কণা দ্বৈততা কি? গ্রুপ বেগ ও দশা বেগ বলতে কী বুঝ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন