উচ্ছ্বাস কাকে বলে: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “উচ্ছ্বাস কাকে বলে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
উচ্ছ্বাস কাকে বলে?
স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে উচ্ছ্বাস বা প্লবতা বলে।
পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তর
১। স্ক্রু গজে কী কী ত্রুটি থাকতে পারে?
উত্তর : স্ক্রু গজে দুই ধরনের ত্রুটি থাকতে পারে। যথা: যান্ত্রিক ত্রুটি ও পিছট ত্রুটি (backlash error)।
২। সুসংগত উৎস কী?
উত্তর : দুটি আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য সমান, বিস্তার সমান বা প্রায় সমান এবং দশা সর্বদা পরস্পরের সাথে একই হলে বা নির্দিষ্ট দশা-পার্থক্য বজায় থাকলে, এরূপ দুটি ক্ষুদ্র ও খুব কাছাকাছি স্থাপিত উৎসকে সুসংগত উৎস বলে।
৩। রিওস্ট্যাট কাকে বলে?
উত্তর : কোনো বর্তনীতে প্রবাহ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় রোধের মান যখন জানার প্রয়োজন হয় না তখন সমন্বয়যোগ্য রোধ ব্যবহার করা হয়।
এ ধরনের পরিবর্তনশীল রোধকে রিওস্ট্যাট বলে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে উচ্ছ্বাস কাকে বলে বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।