প্রমিত চলিত ভাষা কাকে বলে: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “প্রমিত চলিত ভাষা কাকে বলে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
প্রমিত চলিত ভাষা কাকে বলে?
সর্বজনবোধ্য চলিত ভাষাকে প্রমিত চলিত ভাষা বলে। অঞ্চলভেদে মানুষ মুখে মুখে আঞ্চলিক ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকে।
এক অঞ্চলের মুখের ভাষা অন্য অঞ্চলের মানুষ বুঝতে পারে না। কিন্তু সর্বজনবোধ্য যে চলিত ভাষায় বিভিন্ন অঞ্চলের মানুষ মনের ভাব প্রকাশ করে সে ভাষাই প্রমিত চলিত ভাষা হিসেবে স্বীকৃত।
প্রমিত চলিত ভাষা আঞ্চলিকতা ও সাধুরীতির আড়ম্বরমুক্ত। এ ভাষা সকলের কাছেই গ্রহণযোগ্য। প্রমিত চলিত ভাষা অধিক ব্যবহৃত হয় লেখ্য ভাষা হিসেবে।
উদাহরণ :
এক মানুশর দুই পুয়া আছিল। (সিলেট) ।
একজন লোকের দুটি ছেলে ছিল। (প্রমিত)।
এক জন মানশের দুইডা পোলা আছিল। (ঢাকা)।
অগ্গুয়া মানশের দুয়া পোয়া আছিল। (চট্টগ্রাম)।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে প্রমিত চলিত ভাষা কাকে বলে বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।