আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “পাইল ক্যাপ চেইক লিষ্ট”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
পাইল ক্যাপ চেইক লিষ্ট
- পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন।
- ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে।
- কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে।
- কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।
- সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে।
- সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়।
- সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে।
- রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে।
- কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।
- শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে।
- কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে।
আশা করি আপনারা পাইল ক্যাপ চেইক লিষ্ট, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না।
Tags:
সিভিল ইঞ্জিনিয়ারিং