অন্তরজ কাকে বলে? [2023]

অন্তরজ কাকে বলে:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “অন্তরজ কাকে বলে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

 তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অন্তরজ কাকে বলে?

একটি রাশি যদি অপর একটি রাশির উপর এরূপে নির্ভরশীল হয় যে, প্রথম রাশির পরিবর্তনশীল মানের জন্য দ্বিতীয় রাশির মানও পরিবর্তিত হয়; তবে প্রথম রাশির সাপেক্ষে দ্বিতীয় রাশির মানের পরিবর্তনের ক্ষুদ্রতম হারকে দ্বিতীয় রাশির অন্তরজ বলে।

পর্যায়ক্রমিক অন্তরজ

মনে করি, y = f (x) একটি ফাংশন। এই ফাংশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে যে অন্তরজ পাওয়া যায় তাকে প্রথম অন্তরজ বলা হয়।

এ নতুন ফাংশনকে (অর্থাৎ প্রথম অন্তরজকে) আবার x-এর সাপেক্ষে অন্তরীকরণ করে দ্বিতীয় অন্তরজ পাওয়া যায়। এরূপে পর্যাক্রমে তৃতীয় বার, চতুর্থ বার.........অন্তরীকরণ করে যথাক্রমে তৃতীয় অন্তরজ, চতুর্থ অন্তরজ, পাওয়া যায়। এটাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলা হয়।

এভাবে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে n-তম অন্তরজ নির্ণয় করা যায়।

সংজ্ঞা : একটি ফাংশনের ক্রমাগত অন্তরীকরণকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলা হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অন্তরজ কাকে বলে বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন