ল্যাপিং বলতে কী বোঝায়?

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “ল্যাপিং বলতে কী বোঝায়”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

ল্যাপিং বলতে কী বোঝায়

ল্যাপিং কাকে বলেঃ নির্মান কাজ দীর্ঘায়িত করার জন্য অনেক সময় লম্বা রডের প্রয়োজন পড়ে, প্রয়োজনিয় দৌর্ঘের রড পাওয়া না গেলে একটি রডের সাথে অন্য একটি রড জোড়া দেয়া হয। রড জোড়া দেয়ার এই পদ্ধতিকে ল্যাপিং বলা হয়।


নোটঃ একই লেভেলে ২৫% ল্যাপিং দেয়া যাবে ।


ল্যাপিং এর পরিমানঃ

কমপ্রেশন জোন

কলাম : ৪০ D

শেয়ার ওয়াল : ৪০ D

লিফ্ট ওয়াল : ৪০ D

টেনশন জোন

বীম : ৬০ D

স্ল্যাব : ৬০ D

কলামে ল্যাপিং

কলামে সাধারনত ১৬, ২০, ২২, ২৫, ৩২ মিমি রড ব্যবহার হয়ে থাকে।

তাহলে কলামে ল্যাপিং

১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২"

২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮"

২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০"

২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪"

৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩"

বীমের ল্যাপিং

বীমে সাধারনত ১৬, ২০, ২২, ২৫ মিমি রড ব্যবহার হয়ে থাকে

তা হলে বীমের ল্যাপিং

১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২"

২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০"

২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫"

২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০"

স্ল্যাবের ল্যাপিং

স্ল্যাবে সাধারনত ১০, ১২, মিমি রড ব্যবহার হয়ে থাকে।

তা হলে স্ল্যাবের ল্যাপিং

১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০"

১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫"


বিঃ দ্রঃ তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।


আশা করি আপনারা ল্যাপিং বলতে কী বোঝায়, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন