পানি একটি উভধর্মী অক্সাইড : আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “পানি একটি উভধর্মী অক্সাইড ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
পানি একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা
পানি একটি উভধর্মী অক্সাইড, কারণ পানি এসিডের সাথে বিক্রিয়ায় প্রোটন গ্রহণ করে অর্থাৎ ক্ষারকের মতো আচরণ করে এবং ক্ষারকের সাথে বিক্রিয়ায় প্রোটন দান করে এসিডের মতো আচরণ করে।
উদাহরণ হিসেবে বলা যায়, পানি এসিড (যেমন HCl) এর সাথে বিক্রিয়ায় HCl হতে প্রোটন গ্রহণ করে H3O+ পরিণত হয়। অর্থাৎ এক্ষেত্রে পানি ক্ষারক হিসেবে আচরণ করে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পানি একটি উভধর্মী অক্সাইড বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।