ডায়াপার ডিজাইন কি? ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য , ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী

ডায়াপার ডিজাইন কি? ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য , ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই ডায়াপার ডিজাইন কি? ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য , ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

ডায়াপার ডিজাইন কি? ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য , ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী

 
আপনারা যদি আমাদের ডায়াপার ডিজাইন কি? ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য , ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

ডায়াপার ডিজাইন কি?

হেরিংবোন নীতির উপর ভিত্তি করে উল্লম্ব ও অনুভূমিক হেরিংবোন টুইলের সংমিশ্রণে যে ডিজাইন গঠিত হয়, তাকে ডায়াপার ডিজাইন বলে। এর রিপিট ডায়মন্ড এর মতো মূল টুইল উইভের দ্বিগুণ টানা ও পড়েন। 
এটি হেরিংবোন টুইলের একটি পরিবর্তিত রুপ। এক পাশ্বের টানা ভাসাকে অন্য পাশ্বের পড়েন ভাসা দ্বারা বিপরীত নীতি অনুসরণ করা হয়।

 
ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য?

  • ইহা হেরিংবোন টুইলের পরিবর্তিত রুপ।
  • এই উইভ উভয় পার্শ্বে একই রকম দেখায়।
  • রিপিট সাইজে টানা ও পড়েন সুতার সংখ্যা মূল টুইলের দ্বিগুণ হয়।
  • রিপিটকে সমান চারটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগে মূল টুইলকে দিক পরিবর্তন করে গঠন করা হয়। 
  • ডায়াপার ডিজাইনের টানা ও পড়েন সুতা সাধারণত সমান থাকে।
  • সাধারণত ব্রোকেন ড্রাফট ও স্ট্রেইট ড্রাফট ব্যবহার করা হয়। 

ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী?

  • প্রথমে মূল টুইলটি অঙ্কন করার পর ডায়াপারের রিপিট সাইজ চিহ্নিত করতে হবে। 
  • রিপিটের আকার মূল টুইলের টানা ও পড়েন সুতার সংখ্যা দ্বিগুণের সংখ্যা টানা ও পড়েন সুতা নিতে হবে।
  • এখন ডায়াপারের রিপিটকে সমান চারভাগে ভাগ করে প্রতিটি অংশে মূল টুইলকে দিক পরিবর্তন করে এমনভাবে তৈরি করতে হবে, যাতে বিপরীতমুখী হেরিংবোন ডিজাইনের সৃষ্টি হয়। 
  • ড্রাফটিং সাধারণত ব্রোকেন অথবা স্ট্রেইট ড্রাফট হয়ে থাকে। 

ডায়াপার ডিজাইনের ব্যবহার?

  • ফার্নিশিং ক্লথ তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়।
  • পিলো কভার তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়। 
  • কভার তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়। 
  • পর্দার কাপড় তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়। 
  • বেড শিট তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়। 
  • টাওয়াল তৈরিতে ডায়াপার ডিজাইন ব্যবহার করা হয়। 
  • এছাড়াও ফিল্টার ক্লথ তৈরিতে মাঝে মাঝে ডায়াপার ডিজাইন সমন্বিত কাপড় ব্যবহার করা হয়।

ডায়াপার ডিজাইনে কী ধরনের ড্রাফটিং পদ্ধতি ব্যবহার করে?

ডায়াপার ডিজাইনে সাধারণত ব্রোকেন অথবা স্ট্রেইট ড্রাফট ব্যবহৃত হয়ে থাকে। 

৮/৮ উইভ নম্বরের ডায়াপার ডিজাইনের ড্রাফটিং কী ধরনের হবে?

ব্রোকেন ড্রাফট হবে।

যদি মূল টুইলের উইভ ২/৩ ও ৪/২ হয় তাহলে কম্বাইন্ড টুইল কয় ঘরে হবে?
কম্বাইন্ড টুইল (১১×১১) ঘরে হবে।


তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘ডায়াপার ডিজাইন কি? ডায়াপার ডিজাইনের বৈশিষ্ট্য , ডায়াপার ডিজাইনের গঠনপ্রণালী’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন