আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “ছাদে রডের পরিমাণ নির্ণয়”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
ছাদে রডের পরিমাণ নির্ণয়
মনেকরি, ছাদের ক্ষেত্রফল 1000 বর্গফুট
পুরত্ব ধরি 5"
এবং ছাদে মোট কংক্রিটের 1% or 1.5% or 2% ধরা হয়.. !!
আমরা 1.5% ধরি.
সূত্র হচ্ছে,
ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক
ওজন = উত্তর (কেজি).
সুতরাং,
আমরা পাই,
1000×(5÷12)×(1.5÷100)×222 =1387.50 কেজি.
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট
করা হয়েছে...
1.5% = (1.5÷100)
আর,
লোহার একক ওজন 222 kg/cft
সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে লোহা
প্রয়োজন 1387.50 কেজি.
আশা করি আপনারা ছাদে রডের পরিমাণ নির্ণয়, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না।
Tags:
সিভিল ইঞ্জিনিয়ারিং