ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?
ভর হলো কোনো একটি বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য। কোনো বস্তুর মোট পরিমাণকে তার ভর বলা হয়। এটি স্থান, কাল নিরপেক্ষ।
অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলো বস্তুর ওজন। কোনো বস্তুর ভর m এবং অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুটির ওজন W = mg।
কোনো নির্দিষ্ট বস্তুর জন্য তার ভর m এর মান নির্দিষ্ট। কিন্তু বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তনের কারণে ওজন পরিবর্তিত হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয় বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।