আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “১০" গাথুনী সম্পকে সম্পূর্ণ বিস্তারিত ধারনা তুলে ধরা হল”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
১০" গাথুনী সম্পকে সম্পূর্ণ বিস্তারিত ধারনা তুলে ধরা হল
১০" গাথুনী ইনফোরম্যাশন ও এষ্টিমেট দেওয়া হলঃ
একটা ফ্লাটে কিছু কিছু জায়গায় ১০" গাথুনী ব্যবহার করা হয় অনুপাত ১:৬
যেমন
সিড়ির দুই পাশের ওয়াল দুই ফ্লাটের মাঝের ওয়াল আবার কখন ও বাহিরের ওয়াল ডিজাইন ওয়াল ইত্যাদি।
১০" গাথুনী আমরা ঘনফুটে হিসাব করি
ধরি একটি ফ্লাটে ৫ টি ১০" ওয়াল গাথুনী আছে
= ১৫'-০'x৮'-৬"x০'-১০"= ১০৫.৮৩
= ৮'-৯"x৯'-৬''x০'-১০" = ৬৮.৯৯
= ১১'-০"x৯'-৬"x০'-১০" = ৮৬.৭৪
= ৭'-০"x৮'-৬"x০'-১০" = ৪৯.৩৯
= ৫'-৬"x৮'-৬''x০'-১০" = ৩৮.৮০
মোট ৩৪৬.৭৫ ঘনফুট
মালামাল
আমরা জানি গাথুনীর কাজে ৩৫% শুকনা মাসলা লাগে তাহলে,
শুকনা মসলার পরিমান
= ৩৪৬.৭৫x৩৫÷১০০
= ১২১.৩৬ ঘনফুট
অনুপাতের যোগফল = (১+৬) = ৭
সিমেন্ট = (১২১.৩৬x১÷৭)÷১.২৫
= ১৩.৮৭ ব্যাগ
বালি = ১২১.৩৬x৬÷৭
= ১০৪.০২ ঘনফুট
ইট আমরা জানি ১ ঘনফুট গাথুনীতে ১১.৫ টা ইট লাগে।
ইট = ৩৪৬.৭৫x১১.৫০
= ৩৯৮৭.৬৩
~ ৩৯৮৮ টি
৫" গাথুনী ইনফোরম্যাশন ও এষ্টিমেট দেওয়া হল।
একটা ফ্লাটে বেশীর ভাগ জায়গায় ৫" গাথুনী ব্যবহার করা হয়
অনুপাত ১:৪
৫" গাথুনী আমরা বর্গফুটে হিসাব করি।
ধরি একটি ফ্লাটে ১৫ টি ৫" ওয়াল গাথুনী আছে
= ১৫'-০'x৯'-৬"x৪= ৫৭০.০০
= ৯'-৯"x৯'-৬''x৩= ২৭৭.৮৮
= ১১'-০"x৮'-৬"x৩=২৮০.৫০
= ৭'-০"x৮'-৬"x৪= ২৩০.০০
= ৮'-৬"x৯'-৬''x১= ৮০.৭৫
মোট ১৪৩৯.১৩ বর্গফুট
এখানে
দরজা আছে,
৩'-৪"x৭'-০"x৪= ৯৩.২৪
২'-৬"x৭'-০"x৩= ৫২.৫০
জানালা,
৫'-০x৪'-৬"x৪= ৯০.০০
৫'-০"x৬'-৬"x২= ৬৫.০০
মোট ৩০০.৭৪ বর্গফুট
নিট গাথুনী= (১৪৩৯.১৩-৩০০.৭৪)
= ১১৩৮.৩৯ বর্গফুট
মালামাল
আমরা জানি ৫" গাথুনীর কাজে
১০০ বর্গফুটে সিমেন্ট লাগে =২.৬ ব্যাগ
১০০ বর্গফুটে বালি লাগে = ১৭ ঘনফুট
১০০ বর্গফুটে ইট লাগে = ৫০০ টি
সিমেন্ট = (১১৩৮.৩৯÷১০০x২.৬)
= ২৯.৬০ ব্যাগ
বালি = ১১৩৮.৩৯÷১০০x১৭
= ১৯৩.৭০ ঘনফুট
ইট = ১১৩৮.৩৯÷১০০x৫০০
= ৫৬৯১.৯৫
~ ৫৬৯২ টি_______১.খোয়ার হিসাব→
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
২.বালির হিসাব→
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
১.ঢালাই এর হিসাব→
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
প্রশ্নঃ- দৈর্ঘ্য ১০'-০", ও প্রস্থ ১০'-০" বিশিষ্ট একটি কক্ষের দেওয়ালের উচ্চতা ৯'-৬" এবং দেওয়ালের পুরুত্ব ১০"। দেওয়ালটি (১:৪) অনুপাতে গাথুনী করা হয়েছে। প্রয়োজনীয় মালামালের পরিমান বাহির করতে হবে। এখানে একটি দরজা আছে ৩'-৪"x৭'-০" সাইজের। একটি জানালা আছে ৫'-০"x৪'-৬'' সাইজের।
সমাধানঃ-
গাথুনীর দৈর্ঘ্য = ১০'-০"x২+১০'-০"x২
= ৪০'-০"
গাথুনীর পরিমান = ৪০'-০"x৯'-৬"x০'-১০"
= ৩১৫.৪০ ঘনফুট
দরজা ও জানালায় গাথুনীর পরিমান
= ৩'-৪"x৭'-০"x০'-১০"
= ১৮.৩৫ ঘনফুট
= ৫'-০"x৪'-৬"x০'-১০"
= ১৮.৬৬ ঘনফুট
নিট গাথুনী = ৩১৫.৪০-(১৮.৩৫+১৮.৬৬)
= ২৭৮.৩৯ ঘনফুট
মালামাল
শুকনা মসলার পরিমান ৩৫%
= ২৭৮.৩৯x০.৩৫
= ৯৭.৪৪ ঘনফুট
অনুপাত (১:৪)
অনুপাতের যোগফল = (১+৪) = ৫
সিমেন্ট = (৯৭.৪৪x১÷৫)÷১.২৫
= ১৫.৫৯ ব্যাগ
বালি = (৯৭.৪৪x৪÷৫)
= ৭৭.৯৫ ঘনফুট
ইট = ২৭৮.৩৯x ১১.৫০
= ৩২০১.৪৮ পিচ
আশা করি আপনারা ১০" গাথুনী সম্পকে সম্পূর্ণ বিস্তারিত ধারনা তুলে ধরা হল, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন।