টেরি কাপড় কি ? | টেরি কাপড় কত প্রকার ও কি কি ? | টেরি উইভের ব্যবহার

টেরি কাপড় কি ? | টেরি কাপড় কত প্রকার ও কি কি ? | টেরি উইভের ব্যবহার: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই টেরি কাপড় কি ? | টেরি কাপড় কত প্রকার ও কি কি ? | টেরি উইভের ব্যবহার পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

আপনারা যদি আমাদের টেরি কাপড় কি ? | টেরি কাপড় কত প্রকার ও কি কি ? | টেরি উইভের ব্যবহার পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

টেরি কাপড় কি ? | টেরি কাপড় কত প্রকার ও কি কি ? | টেরি উইভের ব্যবহার

টেরি কাপড় কি?
যে কাপড়ের একপার্শ্বে অথবা উভয় পার্শ্বে ভেলভেটের মতো আনকাট পাইল সুষমভাবে বিন্যস্ত থাকে সেই কাপড়কে টেরি কাপড় বলে৷ টেরি কাপই হল ওয়ার্প পাইল বিশিষ্ট টেরি উইভ৷ ভেলভেটের তুলনায় টেরি উইভের মধ্যে পাইলের ঘনত্ব তুলনামূলক কম থাকে।

যার পরিপ্রেক্ষিতে কাপড়টি একটু নরম প্রকৃতির হয় এবং পানি শোষণ ক্ষমতা অন্য অনেক কাপড়ের তুলনায় বেশি থাকে৷


টেরি কাপড় কত প্রকার ও কি কি?

সাধারণত দুই ধরনের টেরি কাপড় পাওয়া যায়ঃ
  • ৩-পিক টেরি
  • ৪-পিক টেরি

উপরোক্ত টেরি উইভ ছাড়াও ৫-পিক ও ৬-পিক টেরি উইভ হতে পারে৷ তবে ৩- পিক টেরি উইভ সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হয়৷


টেরি কাপড়ের বৈশিষ্ট্য?

  • এটি একটি এক পার্শ্ববিশিষ্ট অথবা দুই পার্শ্ববিশিষ্ট পাইল ফেব্রিক৷
  • এই ফেব্রিকে পাইল হিসেবে টানা সুতা ব্যবহৃত হয়৷
  • পাইল ওয়ার্প হিসেবে প্রধানত কটন সুতা ব্যবহার করা হয়৷
  • আর এই কাপড় তৈরিতে ২ সেট টানা সুতা ও একসেট পড়েন সুতা ব্যবহৃত হয়৷ 
  • টানা সুতার একসেট গ্রাউন্ড ওয়ার্প ও অপর সেট পাইল ওয়ার্প এবং ওয়েফট সুতা ২ সেট টানা সুতার সাথে বন্ধনীতে অংশগ্রহণ করে৷
  • পাইল সুতাগুলো পৃথক বিমের মধ্যে জড়ানো থাকে এবং ঢিলা অবস্থায় থাকে৷ 
  • পাশাপাশি গ্রাউন্ড ওয়ার্পের সুতার পাক বেশি থাকে, চিকন ও সুতার শক্তি বেশি হয়৷
  • গ্রাউন্ড সুতা আলাদা বিমের মধ্যে জড়ানো থাকে এবং টেনশন অর্থাৎ টান বেশি থাকে৷
  • পাইল ওয়ার্প হিসেবে যে সুতাগুলো ব্যবহৃত হয় তা নিম্ন কাউন্ট নরম কম পাকবিশিষ্ট সুতা৷ যার ফলে উক্ত সুতায় পানি শোষণ ক্ষমতা বেশি থাকে৷

৩- পিক টেরির গঠনপ্রণালি?

এই কাপড় তৈরির জন্য বিশেষ ধরনের রিড মোশন ব্যবহৃত হয় এবং রিডের শর্ট বিট আপ ও লুজ বিট আপের মধ্যবর্তী দূরত্ব পাইলের উচ্চতার উপর নির্ভর করে৷ রিড মোশনের ফলে প্রথম দুই পিক ফেল অব দ্যা ক্লথের সাথে মিশে না অর্থাৎ শর্ট বিট আপ দেয়৷ এর ফলে ক্লথ ফেল এবং পিক দুটির মধ্যে একটি দূরত্ব বজায় থাকে যা পরবর্তীতে লুপ বা পাইল গঠন করে৷

অতঃপর তৃতীয় পিকে রিড ফুলে বিট আপ হয়ে থাকে৷ ফুল বিট আপের সাথে সাথে লুজ অবস্থান থাকা পাইল সুতাগুলো কুঁকড়িয়ে যায় এবং লুপের আকার দেয়৷ শর্ট বিট আপ ও ফুল বিট আপের মধ্যবর্তী দূরত্বের পার্থক্যই পাইলের দৈর্ঘ্য৷

পাইলের দৈর্ঘ্য বা উচ্চতা কমাতে বাড়াতে হলে শর্ট বিট আপ ও ফুল বিট আপের মধ্যবর্তী দূরত্ব কমাতে বা বাড়াতে হবে৷ গ্রাউন্ড ওয়ার্প এবং পাইল ওয়ার্প উভয়ের ক্ষেত্রেই সাধারণত ১/২ টুইল ব্যবহার করা যায়৷

টেরি উইভ গঠনের সময় শর্তসমূহ?

  1. ফুল বিট আপের পরে পাইল ওয়ার্পসমূহ দ্বিতীয় পড়েন সুতার সাথে বন্ধনীতে অংশগ্রহণ করে৷
  2. ফুল বিট আপের পরে পড়েন সুতাগুলো পুনরায় সামনের দিকে যেন চলে না আসে তার জন্য অবশ্যই গ্রাউন্ড ওয়ার্প সুতাগুলোর মাঝে শেড ক্রসিং হবে৷

টেরি কাপড়ের ব্যবহার?

  • নরম প্রকৃতির ও পানি শোষণ ক্ষমতা বেশি এবং তাপ ধারণক্ষমতাও ভাল বলে এই কাপড়ের ব্যবহার বহুবিধ৷
  • অলংকৃত পোশাক তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়৷
  • ফার্নিশিং ক্লথ তৈরিতে ব্যবহৃত হয়৷
  • সোফা কভার তৈরিতে ব্যবহৃত হয়৷
  • প্রধানত টাওয়েল, বাথ ম্যাট, বাথ রোবস, বেড কভার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়৷
  • হ্যান্ড টাওয়েল তৈরিতে ব্যবহৃত হয়৷

তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘টেরি কাপড় কি ? | টেরি কাপড় কত প্রকার ও কি কি ? | টেরি উইভের ব্যবহার’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন