টুইল কাপড় কি ? বৈশিষ্ট্য , ব্যবহার: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই টুইল কাপড় কি ? বৈশিষ্ট্য , ব্যবহার পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস।
আপনারা যদি আমাদের টুইল কাপড় কি ? বৈশিষ্ট্য , ব্যবহার পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।
টুইল কাপড় কি?
যে উইভ কাপড়ের উপরিভাগে টানা বা পড়েন ভাসা অথবা টানা পড়েন সম বা অসম কতগুলো কোণাকুণি শিররেখা দৃষ্ট হয়, এটিই টুইল কাপড়। টুইল কাপড়ের প্রধান বৈশিষ্ট্য হলো কাপড়ের উপর কোণাকুণি রেখার দৃষ্টিগোচর হওয়া৷ আর এই কোণাকুণি রেখা ডান থেকে বামে ও বাম থেকে ডানে চলতে থাকে৷
ডিজাইন অনুযায়ী কাপড়ের উপরের পার্শ্বে অর্থাৎ ফেইস সাইডে ডিজাইনটি ফুটে উঠে এবং উল্টা পার্শ্বে অর্থাৎ ব্যাক সাইডেও এই কোণাকুণি রেখা দৃষ্টি হয়। তবে ডিজাইন হুবহু ফুটে উঠে না৷ এই ডিজাইনের প্রস্তুতকৃত কাপড় খুব ওজনবিশিষ্ট ও বেশ খাপী অর্থাৎ দৃঢ় হয়৷
বেশিরভাগ স্যুটিং ও প্যান্টের কাপড় টুইল উইভ দ্বারা তৈরি হয়৷ টুইলের বিভিন্ন ডিজাইন অনুযায়ী মাঝে মাঝে টুইল রেখার দিক পরিবর্তন করে ইচ্ছমত হেরিংবোন, জিগজ্যাগ ইত্যাদি ডিজাইনের কপড় প্রস্তুত করা হয়ে থাকে৷ টুইল কাপড় হল দ্বিতীয় প্রাথমিক বেসিক উইভ৷
টুইল কাপড়ের ব্যবহার?
- সার্টিং স্যাুটিং কাপড় তৈরিতে
- বিছানার চাদর তৈরিতে
- বিভিন্ন পোশাকের ইন্টারলাইনিং তৈরিতে
- ফার্নিশিং ক্লথ তৈরিতে
- গ্যাবার্ডি জাতীয় কাপড় তৈরিতে
- ডেনিম, ড্রিল ক্লথ, মিলিটারি বা চৌকিদারি পোশাক তৈরিতে টুইল কাপড়ের ব্যবহার করা হয়।
টুইল কাপড়ের বৈশিষ্ট্য?
- এ জাতীয় কাপড়ের উপরিভাগে টানা ও পড়েন ভাসা অথবা টানা পড়েন সম বা অসম ভাসা কতগুলো কোণাকুণি শিররেখা দৃষ্ট হয়, এটিই টুইল কাপড়ের প্রধান বৈশিষ্ট্য৷
- টুইল রেখা ক্রমাগত ডান থেকে বামে বা বাম থেকে ডানে প্রবাহিত হয়ে থাকে৷
- তিন বা ততোধিক ঝাঁপে টুইল প্রস্তুত করা হয়৷
- টুইলের ক্ষুদ্রতম ডিজাইন (৩×৩)।
- টুইল উইভের ক্ষেত্রে প্রধানত স্ট্রেইট ড্রাফট ব্যবহৃত হয়ে থাকে৷
- টুইল উইভ তৈরি করতে কমপক্ষে তিনটি টানা সুতা ও তিনটি পড়েন সুতার প্রয়োজন হয়৷
- টুইল উইভ দ্বারা প্রস্তুতকৃত কাপড়ের ব্যবহার বহুবিধ৷
- তাছাড়া টুইল উইভ নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য বহুল ব্যবহৃত হয়ঃ
- অলংকৃতকরণের জন্য।
- বেশি ওজনের জন্য৷
- কোন কোন ক্ষেত্রে টুইল লাইন ডান অথবা বাম থেকে গতি পরিবর্তন করে নির্দিষ্ট নিয়মে এবং উভয় দিকে প্রসারিত হয়৷
টুইল কাপড়ের মান?
- কাপড়ের মূল্য অনেক বেশি।
- ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতা বেশি থাকার কারণে উৎপাদন খরচ অনেক বেশি।
- কাপড় অত্যধিক ভারী ও শক্ত হয়।
- বর্তমান বিশ্বে চাহিদা অনেক বেশি।
- টুইল কাপড় তুলনামূলক মসৃণ।
- কাপড়টি খুব খাপী ও অত্যধিক টেকসই হয়।
- উৎপাদিত কাপড়ের কখনো কখনো উভয়পার্শ্ব ব্যবহার করা বলে।
- টুইল কাপড় খুব দৃঢ় হয়।
- কাপড়ের শক্তি তুলনামূলক অনেক বেশি।
- টুইস্ট এর ধরন এবং টুইল লাইনের দিকের উপর টুইল কাপড়ের বৈচিত্র্য অনেকাংশে ফুটে উঠে।
- একদিকে রঙিন ও অন্যদিকে সাদা সুতা দ্বারা টুইল কাপড়ে বৈচিত্র্য আনা হয়।
- টুইল ডিজাইন দ্বারা গ্যাবার্ডিন ও গ্যাবার্ডিন ফ্লানেলও তৈরি করা হয়।
- টুইল ডিজাইন দ্বারা বিভিন্ন ধরনের টাওয়েল বা গামছাও তৈরি করা হয়।
- টানায় নীল ও পড়েনে সাদা সুতা দ্বারা ডেনিম কাপড় বুনন করা হয়।
টুইল কাপড়ের ডেরিভেটিভ?
- জিগজ্যাগ, ওয়েভড, পয়েন্টেড টুইল
- হেরিংবোন টুইল
- ডায়মন্ড ডিজাইন
- শেডেড টুইল
- ইলংগেটেড টুইল
- ডায়াপার ডিজাইন
- ব্রোকেন টুইল
- স্টেপড টুইল
- ডায়াগোনাল টুইল
- কম্পাইন্ড টুইল
- কার্ভড টুইল
- ট্রান্সপোসড অথবা রি-অ্যারেঞ্জড টুইল
তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘টুইল কাপড় কি ? বৈশিষ্ট্য , ব্যবহার’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।
Tag: টুইল কাপড় কি,টুইল কাপড়ের ব্যবহার,টুইল কাপড়ের বৈশিষ্ট্য
Tags:
Textile