আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “কংক্রিটের সর্বোচ্চ পীড়ন এবং অনুমোদন যোগ্য পীড়ন”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
কংক্রিটের সর্বোচ্চ পীড়ন এবং অনুমোদন যোগ্য পীড়ন
কংক্রিটের পীড়ন(Stress of concrete)ঃ কোন বস্তুর উপর বাহির থেকে বল প্রয়োগ করা হলে বস্তুটি তার আকার অপরিবর্তিত রাখার জন্য প্রযুক্ত বলকে প্রতিহত করার চেষ্টা করে।ফলে বস্তুর অভ্যন্তরে প্রতিক্রিয়া বলের সৃষ্ট হয়।সহজ কথায় প্রতি একক বর্গক্ষেত্রের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল ক্রিয়া করে তাকে পীড়ন বলে।
পীড়ন=প্রযুক্ত বল÷ক্ষেত্রফল
অর্থাৎ f=P÷A
এখানে,
f=পীড়ন
P=প্রযুক্ত বল
A=লোড প্রয়োগকৃত ক্ষেত্রফল।
পীড়নের শ্রেণিবিন্যাশঃ
১। চাপ পীড়ন(Compressive stress)
২। টান পীড়ন (Tensile Stress)
৩। শিয়ার পীড়ন (Shear Stress)
৪। টারশনাল পীড়ন (Torsional Stress)
কংক্রিটের সর্বোচ্চ পীড়ন ( Ultimate Stress of Concrete): বাহ্যিক আরোপিত লোডের যে সর্বোচ্চ সীমারেখা পর্যন্ত কংক্রিটের পীড়ন বৃদ্ধি পায় এবং ঐ সীমারেখার পর পীড়ন বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পেতে থাকে,সর্বোচ্চ সীমারেখার এই সংশ্লিষ্ট পীড়নকে সর্বোচ্চ পীড়ন বলে।লোড প্রয়োগে একটি নিদিষ্ট সীমা পর্যন্ত কংক্রিটের পীড়ন বাড়তে থাকে কিন্তু সেই অনুপাতে বিকৃতি বাড়ে না।এই নিদিষ্ট সীমার পর লোড বাড়তে থালে কংক্রিটের পীড়ন আর বাড়ে না বরং কংক্রিট হঠাৎ ভেঙ্গে পড়ে।
পীড়ন বিকৃতির কার্ভে ঐ নিদিষ্ট বিন্দুকে Yeild point বলে।কংক্রিটের সর্বোচ্চ পীড়নকে f`c দ্বারা প্রকাশ করা হয়।বর্তমানে সাধারণত কাস্ট ইন সিটু(cast in situ)কংক্রিটের সর্বোচ্চ পীড়নের মাত্রা 211 kg/cm^2 থেকে 352 kg/ cm^2 পর্যন্ত হয় এবং প্রি-কাস্ট প্রিস্ট্রেসড কংক্রিটের ক্ষেত্রে 422 kg/cm^2(6000 psi)পর্যন্ত হয়ে থাকে।
উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিটের ক্ষেত্রে f`c এর মান 850 kg/cm^2 (12000 psi) বা ততোধিক পর্যন্ত হয়ে থাকে।কংক্রিটের শক্তি এর উপাদানসমূহের গুণাগুণ ও অনুপাত,পানি-সিমেন্ট অনুপাত,কিউরিং পদ্ধতির উপর নির্ভরশীল।
কংক্রিটের অনুমোদন যোগ্য পীড়ন (Allowable Stress of Concrete):
স্থিতিস্থাপক সীমার মধ্যে কংক্রিট যে পরিমান পীড়ন নিরাপদে বহন করতে পারে,তাকে কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন (Allowable stress of concrete)বলে।একে fc দ্বারা প্রকাশ করা হয়।A.C.I কোড অনুযায়ী কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন,fc=0.45f`c । কংক্রিটের নিরাপদ সহগ 2.23 ।
আশা করি আপনারা কংক্রিটের সর্বোচ্চ পীড়ন এবং অনুমোদন যোগ্য পীড়ন, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না।