নন ওভেন কাপড় তৈরির ধাপ, নন ওভেন কাপড় উৎপাদিত পণ্য

নন ওভেন কাপড় তৈরির ধাপ, উৎপাদিত পণ্য: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই নন ওভেন কাপড় তৈরির ধাপ, উৎপাদিত পণ্য পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

আপনারা যদি আমাদের নন ওভেন কাপড় তৈরির ধাপ, উৎপাদিত পণ্য পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

নন ওভেন কাপড় তৈরির ধাপ, নন ওভেন কাপড় উৎপাদিত পণ্য

নন ওভেন কাপড় তৈরির ধাপ, উৎপাদিত পণ্য

উন্নত বিশ্বে নন-ওভেন কাপড় উৎপাদন পুরাতন হলেও আমাদের দেশের নতুন ও আধুনিক৷ সমগ্র বিশ্বে এটার উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ নন-ওভেন উৎপাদনকারী ইন্ডাস্ট্রির সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে

ডিসপোজেবল ব্যবহারের পর যা ফেলে দেয়া হয় এমন অস্থায়ী নন-ওভেন পন্য এবং মেডিক্যাল নন-ওভেন পণ্যের ব্যাপক চাহিদার কারণে এই শিল্পের প্রসার বৃদ্ধি পাচ্ছে৷ 

Recycle বা পুনঃব্যবহারযোগ্য পণ্য উৎপাদনও এ শিল্পের প্রসারের অন্যতম কারণ৷ নন-ওভেন পণ্যগুলোর বিশেষ গুণ রয়েছে এবং দামেও খুব সুস্তা যেমনঃ ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি। 

মেকানিক্যাল বন্ডিং নন-ওভেন, ড্রাইলেইড নন-ওভেন, ওয়েটলেইড নন-ওভেন কেমিক্যাল বন্ডিং নন-ওভেন থারমাল বন্ডিং নন-ওভেন, স্পান বন্ডিং নন-ওভেন এবং মেল্ট ব্লোন নন-ওভেন ইত্যাদির দ্রুত উৎপাদনশীল বন্ডিং টেকনিকগুলোর কারণে নন-ওভেন কাপড়ের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ 

নন-ওভেন ব্যবহার করেও আরোমদায়ক, স্বাচ্ছন্দ্য ও দৃষ্টিনন্দন বিধায় এর ব্যবহার বহুবিধ৷ নন-ওভেনে কাপড়ের উৎপাদিত পণ্যঃ
  • টেনিস কোর্ট সারফেস
  • স্পেস শাটল এক্সটেরিওর টাইলস
  • মেরিন হাল, হেডলাইনারস
  • সু ফেল্টস
  • ব্লাস্কেটস
  • টেনিস বল কাভারস
  • সিনথেটিক লেদার
  • কার্পেট আন্ডারলে প্যাডস
  • অটো ট্রাস্ক লাইনারস
  • ইন্টারলাইনিং
  • পেপার মেকার ফেল্টস
  • ফেল্টস
  • প্যাডিং
  • শোল্ডার প্যাডিং
  • সিরামিক ইনসুলেশন
  • অটোমোটিভ কার্পেটিং
  • অটোমোটিভ ইনসুলেশন
  • ফিল্টারস
  • ভিনাইল সাবট্রেটস
  • ইনসুলেটরর
  • প্রাইমারি কার্পেট ব্যাটিং
  • ফাইবার প্লাস ইনসুলেশন ফেল্টস
  • ফাইবার গ্লাস ম্যাটস 
  • ওয়াল কাভারিংস
  • কম্পোজিটস
  • কেভলার বলেট প্রুফ ভেস্টস প্রভৃতি স্থান ও পণ্য তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে৷

নন ওভেন কাপড়ে তৈরির ধাপ?

নন-ওভেন কাপড়ে তৈরির ধারাবাহিকতা আলোচনা করা হলঃ

ফাইবার নির্বাচন
ফাইবার প্রস্তুতকরণ
ওয়েব তৈরি 
ওয়েব বন্ডিং
শুকানো প্রক্রিয়া
কিউরিং
ফিনিশিং

ফাইবার নির্বাচন

নন-ওভেন তৈরির মৌলিক উপাদান হল ফাইবার৷ নন-ওভেন তৈরিতে প্রায় সব ধরনের ফাইবার ব্যবহার করা হয়৷ ফাইবার হিসেবে গতানুগতিক সকল ফাইবার৷ এবং সাম্প্রতিক উদ্ভাবিত হাইটেক ফাইবার ব্যবহৃত হয়৷ কাঁচামাল কিংবা ফাইবার নির্বাচন নির্ভর করে উৎপাদিত নন ওভেন পণ্যের গুণাগুণের উপর এবং ফাইবারই নন-ওভেন পণ্যের নির্ধারণ করে৷ 

তাছাড়া ফাইবার নির্বাচন গ্রাহকের চাহিদার উপরও নির্ভরশীল৷ ফাইবার স্ট্যাপল, ফিলামেন্ট এবং স্ট্যাপল ফাইবারের পাকানো সুতা হিসেবে ব্যবহার করা হয়৷ সমগ্র বিশ্বে পুরুত্বের উপর নির্ভর করে যেসব ফাইবার বেশি ব্যবহৃত হয় সেগুলো হলঃ কটন পলিপ্রোপাইলিন, পলিয়েস্টার, নাইলন, অলিফিন, এক্রিলিক, এসিটেট ও ভিনাইয়ন ইত্যাদি৷

আমেরিকায় পলিয়েস্টার ফাইবার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়৷ অলিফিন ও নাইলন এদের শক্তির জন্য এবং কটন ও রেয়ন এদের শোষন ক্ষমতা বেশির জন্য ব্যবহার করা হয়৷ এক্রিলিক এসিটেট ও ভিনাইয়ন অল্প পরিমাণে ব্যবহার হয়৷

ফাইবার প্রস্তুতকরণ

ফাইবার প্রস্তুতকরণ বলতে বেল থেকে ফাইবার খুলে ওয়েব তৈরির জন্য প্রস্তত করা৷ এ কাজে ফাইবারগুলোকে ওপেনিং করা হয়৷ 

এক্ষেত্রে একটি পূরনো প্রবাদ হল উত্তমরুপে ওপেন করা হল অর্ধেক কার্ড হওয়া৷ বেল আকারের ফাইবারগুলোকে চাপ দিয়ে ঘন করে প্যাক করা হয়৷ তাই কাডিং প্রসেসের পূর্বে এগুলোকে ওপেন করা প্রয়োজন।

ফাইবারের দলগুলোকে যথাসম্ভব ছোট ও সমমানের করা হয় যাতে ফাইবারগুলো কাডিং মেশিন অনায়াসে প্রবেশ করতে পারে৷ 

ছোট ও সমমানের হলে কাডিং এর উৎপাদনও বাড়ে৷ ওপেনিং করার জন্য বেল ব্রেকার, বেল পিকার ফাইবার ওপেনার ও ডিস্ক ওপেনার মেশিন ব্যবহার করা হয়৷

বিভিন্ন প্রকারের গ্রেড বা ডায়মেনশনের দুই বা ততোধিক ফাইবারকে মিক্সিং ও ব্লেন্ডিং করা হয়৷ তৈরিকৃত কাপড়ে নির্দিষ্ট ভৌত গুনাবলি আনার জন্য এবং ব্যয় হ্রাস করার জন্য এটা করা হয়৷

ওয়েব তৈরি

ফাইবারের ওয়েব থেকে নন-ওভেন বা ফাইবার ওয়েব স্ট্রাকচার তৈরি করা হয়৷ ওয়েব এর মধ্যে ফাইবারগুলোকে সাজিয়ে নন-ওভেনের গুণাবলি নিয়ন্ত্রণ করা হয়৷ স্ট্যাপল ও ফিলামেন্ট উভয়  ফাইবারই ওয়েব গঠন ব্যবহৃত হয়। যা সাধারণত খুব দুর্বল ও ব্যবহারের জন্য অতিরিক্ত প্রক্রিয়ার প্রয়োজন৷ 

ওপেনকৃত ফাইবারকে কাডিং মেশিনে প্রসেস করে ড্রাই লেইড ওয়ের তৈরি করা হয়৷ তাছাড়া ওয়েব তৈরির নানারকম টেকনিক আছে যেমনঃ ওয়েট লেইড ও ডাইরেক্ট লেইড৷ ওয়েট লেইয ওয়েব টেকনিকে ফেস ক্লথ, নেপি (ডায়াপার), স্যানিটারি, আর্টিক্যাল, টি বেগ পেপার, ডাস্ট ফিল্টার লিকুইড ফির্টার প্রভৃতি তৈরি করা হয়৷

ওয়েব বন্ডিং

ওয়ের তৈরির পর এগুলো দিয়ে কাপড় তৈরি করতে হলে কাপড়ের শক্তি ও স্থায়িত্ব আনার জন্য বন্ডিং এর প্রয়োজন হয়৷ বন্ডিং হল কোন কৌশল ব্যবহার করে নন-ওভেনের মধ্যস্থ ফাইবারগুলোর মধ্যে একটি অন্যটিকে জড়িয়ে আটকে রাখতে ব্যবস্থা করে। 

যাতে ওয়েবগুলো পৃথক হতে না পারে বা কাপড় পৃথক হতে না পারে৷ আর তাই যেকোন একটি পদ্ধতিতে ওয়েব বন্ডিং করা হয়। যেমনঃ রাসায়নিক বন্ডিং থার্মাল বা তাপীয় ও মেকানিক্যাল বন্ডিং৷

শুকানো প্রক্রিয়া

নন-ওভেন ফেব্রিক প্রস্তুতকালে টান টান অবস্থায় রাখা হয় এবং প্রায় সময় দৈর্ঘ্য বেড়ে যায় ও প্রস্থে  কমে যায়৷ এটা বিশেষ করে ওয়েবগুলোকে যখন ভিজা প্রক্রিয়ায় গরম করা হয় তখন ঘটে৷ টানটান অবস্থায় রাখার ফলে যে বৃদ্ধি হয় বন্ডিং করার সময় যদি এটা সম্পূর্ণরুপে স্থায়িত্ব পায় তবে কাপড়ের আকার অপরিবর্তনীয় থাকবে৷ 

যদি পূর্ণ স্থায়িত্ব না পায় তবে পরবর্তী প্রক্রিয়ায় কাপড় সংকুচিত হবে৷ ব্যবহারকালে কাপড় যাতে সংকুচিত না হয়। সেজন্য কিছু কিছু কাপড় স্টেন্টার ফ্রেমে প্রসেস করে ড্রাইং ও হিট সেটিং করা  হয়৷ 

কাপড়ের পাড়ের দুই প্রান্ত স্টেন্টারের চেইন বা রেইলে স্থাপিত পিন বা ক্লিপে আটকিয়ে খোলা বহরে কাপড়কে ড্রাইং চেম্বারে অবিরাম চালনা করা হয়৷ স্টেন্টার ছাড়াও থার্মাল ফিউশন ওভেন ক্যান বা ড্রাম ড্রাইং হট ফ্লু ড্রয়ার ইনফ্রা-রেড হিটার প্রভৃতি অনেক পদ্ধতি আছে৷

কিউরিং

কিইরিং প্রক্রিয়া ফেব্রিকের স্থায়িত্ব আনয়ন করে৷ অনেক ড্রাইং মেশিনে ড্রাইং ও কিউরিং একই সাথে হয়ে থাকে৷ যে সমস্ত কাপড় বন্ডিং এজেন্ট প্রয়োগ করা হয় সে সমস্ত কাপড় বন্ডিং এজেন্ট বা অ্যাডহেসিভকে শুকানো জন্য ড্রাইং করার পর স্থায়িত্ব আনার জন্য আলাদাভাবে কিউরিং করা হয়৷

ফিনিশিং

অধিকাংশ নন-ওভেন প্রোডাকশন লাইনের শেষ পর্যায়ে যখন কাপড় করা হয় তখন ফিনিশিং করা হয়৷ অনেক কাপড়ে অতিরিক্ত রাসায়নিক ও ভৌত ক্রিয়া যেমনঃ ক্যারেন্ডারিং এমবোসিং এবং ফ্লেম রিটারডেন্স ক্রিয়া করা হয়৷ 
আর এগুলোর কিছু কিছু উৎপাদন চলাকালীন এবং অন্যগুলো পৃথক ফিনিশিং ব্যবস্থায় প্রয়োগ করা হয়৷  

তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘নন ওভেন কাপড় তৈরির ধাপ, উৎপাদিত পণ্য’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।
 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন