আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “রডের ৪০০ওয়াট ও ৫০০ ওয়াটে পার্থক্য কী”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
রডের ৪০০ওয়াট ও ৫০০ ওয়াটে পার্থক্য কী
রডের ক্ষেত্রে,
500 বলতে বোঝায় 500 MPa [ MPa= Mega pascal]
আর এখানে 500W এর W বলতে বোঝায় Weldable.
1 MPa = 145 psi [ psi= per pound square inch]
500 MPa= 500*145 psi = 72,500 psi = 72.5 ksi বা 72.5 গ্রেড
400 MPa= 400*145 psi= 58,000 psi= 58 ksi বা 58 গ্রেড
60 বা 72.5 এরকম গ্রেড বলতে কি বোঝায়?
60 বা 72.5 গ্রেড বলতে বোঝায় ঐ রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ শক্তি 60 ksi বা 72.5 ksi.
এখানে, ksi= kip per square inch
1 kip= 1000 pound.
আশাকরি বুঝাতে পেরেছি।
আশা করি আপনারা রডের ৪০০ওয়াট ও ৫০০ ওয়াটে পার্থক্য কী, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন।
Tags:
সিভিল ইঞ্জিনিয়ারিং