কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের যেসব করনীয় [২০২৩]

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়

সমস্যাঃ- আপনি যখন কোন নির্মান সাইটের একজন নতুন সাইট ইঞ্জিনিয়ার।তখন অপচয় রোধ করার জন্য আপনাকে একটু সচেতন হতে হবে।ধরুনআজ আপনার সাইটে মোট 15 টি কলাম ঢালাই দিতে হবে, যার সাইজ 20"x25" আর উচ্চতা 8'-3". উচ্চতা 5'-0" এর বেশি হলে দুই লিফটে ঢালাই করা উচিৎ। রডের বর্ণনা ড্রইং এ দেওয়া আছে। অনুপাত হবে (1:1.5:3) পাথরের ঢালাই, সাথে 100% সিলেট বালি। 


1. কলামের ক্ষেত্রে প্রথম আসে কলাম কিকার। গ্রীড লাইনের সুতার সাথে কলামের প্লেসমেন্ট ঠিক করে কিকার ঢালাই দিয়ে নিবেন কিকারের ঢালাই অবশ্যই নিচ্ছিদ্র ও টাইট হতে হবে। পারলে কিকারের অংশের ভিতরে কলামে একটি রিং পরিয়ে ঢালাই দিবেন। কিকারের সাইজ মূল কলামের সাইজ হতে উভয় দিকে 6 মিঃমিঃ কম হবে।

2. পরের দিন কিকারের সাটার খুলে ফেলতে পারেন। তবে কিউরিংটা মিস করবেন না।

3. এইবার রড মিস্ত্রিকে ডেকে কলামের মেইন রড ও রিং গুলো বাধতে নির্দেশ দিন। তাকে ড্রইং মোতাবেক রড বাধতে সহায়তা করুন।

4. সাটার সেট করার আগে কিকারের ঢালাইয়ের আউট বরাবর চারপার্শ্বে ফোম লাগিয়ে নিন ডাকু গাম দিয়ে।

5. সাটার সেট করার আগেই আপনি কলামের রড, রিং, ল্যাপিং প্রভৃতি চেক করে নিবেন।

6. মিস্ত্রিরা সাটার সেট করার পর আপনাকে ডাকবে কলামের উল্লম্বতা চেক করার জন্য। আপনি ওলন কিংবা ইটের আধলা কিংবা ব্লক ঝুলিয়ে দিয়ে উল্লম্বতা চেক করবেন। সর্বচ্চ দুই মিঃমিঃ পর্যন্ত ছাড় দিতে পারেন।

7. এরপর কলামের টানা ও ঠেলা গুলো মজবুত আছে কিনা দেখে নিবেন। সাথে কলামের সাটার লিকেজ মুক্ত আছে কিনা দেখবেন। কলামের কভারিং ঠিক করে নিবেন।

8. ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন। আগে থেকেই হিসাব করে নিবেনকতটুকু ঢালাই লাগবে।= 15x1'-8"x2'-1"x8'-3" = 429.44 Cftমোট লাগবে।এখন আপনি দেখুন (1:1.5:3) অনুপাতেএক লোড মসলা তৈরি করলে এরআয়তন হবে 4.583 Cft.তাহলে আপনার লোড দরকার =429.44/4.583= 93.70 = 94 লোড।এই অবস্থায় আপনি মিক্সার মেশিনচালনাকারীকে আপনার হিসাবটি বলুন। তিনিএকটানা 85 লোড মসলা তৈরি করবেন।বাকিটা আপনি পরে হিসাব করে নিবেন।কম বললাম কারন কলামের ভিতরে রডআছে, তাই ঢালাইয়ের আয়তন কমেযাবে।

9. ঢালাই টানার লেবারেরর গতির সাথেসম্পর্ক রেখে ঢালাই তৈরি করতেহবে। ঢালাই ঢালার আগে কলামেরভিতরে পানি স্প্রে করতে হবে। এবংকিছুক্ষন পরেই সিমেন্ট গ্রাউটিংঢেলে দিতে হবে।

10. ঢালাই ঢালতে থাকবে আরপর্যায়ক্রমে ভাইব্রেটর করতেথাকবে। তবে শুধুমাত্র ঢালাই সমান হওয়াও বাতাসের বুদবুদ বের হয়ে আসাপর্যন্তই ভাইব্রেটর করা উচিৎ।বেশিক্ষন ধরে রাখলে খোয়ানীচে চলে যাবে আর বালি, সিমেন্টউপরে চলে আসবে।

11. একই ভাবে সমস্ত কলাম ঢালাইকরবেন। ঢালাইয়ের সাথে সাথেইকলাম সোজা আছে কিনা চোখেরনজরে ও ওলন দিয়ে দেখে নিবেন।ঢালাইয়ের পর কভারিং আবার দেখবেন।

12. 85 লোড তৈরি করার পর অবশিষ্ঠকলামের পরিমাপ নিয়ে, আর কতলোডমসলা দরকার সেইটা আবার বলেদিবেন। তাহলে দেখবেন কোনঅপচয় হবেনা।

13. পরের দিন সাটার খুলবেন না। 1 দিনসময় দিন শক্ত হতে। তবে সকালেইকলামের মাথার উপর পানির পাইপ দিয়ে পানিদিবেন।

14. তৃতীয় দিন সাটার খোলার পরে যদিদেখেন পরিস্কার একটা সারফেসহয়েছে। তখন আপনার নিজেরকাছেই ভালো লাগবে। আমারোওভালো লাগতো।

15. এরপর কলামের গায়ে চটপেচিয়ে কিউরিং করুন।সাবধানঃ1. ঢালাই শেষ না হওয়া পর্যন্ত সরেপড়বেন না। তাহলে লেবাররা আপনাকেফাসাইতে, কলামের ভিতরে মাটিও দিতেপারে।2. কলামের ল্যাপিং এর রড উপর থেকেসরিয়ে দিয়ে, আপনার নামে বসেরকাছে নালিশ করতে পারে।3. ইচ্ছা করেই ভাইব্রেটর করবেনা।এবং ঢালাইয়ের পরেই সাটার বাকা করেদিবে ইত্যাদি। তবে সবাই সমান নয়।


আশা করি আপনারা কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন