চোখ উঠার কারণ কি ২০২৩ (ব্যাখ্যা সহ) | চোখ উঠা রোগের লক্ষণ কি?

চোখ উঠার কারণ কি: হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম “চোখ উঠার কারণ কি” এই পোস্টটি। আশা করি আপনারা এই পোস্ট থেকে অনেক  কিছু জানতে পারবেন। তো বন্ধুরা পড়া যাক পোস্ট টি। 

চোখ উঠার কারণ কি


চোখ উঠার কারণ কি?👇


ব্যাকটেরিয়া,ভাইরাস,অ্যালার্জি, চোখে রাসায়নিকের প্রবেশ, চোখে কোনো কিছু ডুকলে তখন চোখ উঠে। এই সময় ভুক্তভোগী বুঝতে পারে যে তার চোখ উঠেছে।


চোখ উঠা রোগের লক্ষণ কি?

  • চোখে জ্বালা করা। 
  • চোখের ভিতরে অস্বস্হি বোধ বা ব্যাথা
  • দিনের বেলা রোদের আলোতে বাহিরে গেলে চোখের যন্ত্রনা আরো বেড়ে যায়।
  • চোখ দিয়ে পানি পড়া ও লাল হয়ে ফুলে উঠা।
  • ঘুম থেকে উঠার পর চোখের পাতা দুটো একত্রে লেগে থাকা। 
  • দৃষ্টি ঝাপসা হয় ও চোখের মণিতে সাদা দাগ পড়ে খালি চোখে দেখে বুঝা যায় না। 

এতগুলো উপসর্গ সকল রোগির ক্ষেত্রে দেখা নাও যেতে পারে। সাধারণত ৭-৮ দিনের মধ্যে উপসগগুলো কমে যায়।

চোখ উঠলে কি কি সতর্কতা অবলম্ভন করতে হয়?


যেসকল সাবধানতা অবলম্বন করে চলতে হবে তা হলো:

  • ধুলাবালি আছে এমন জায়গায় না যাওয়া
  • আগুন থেকে দুরে থাকা
  • রোদের আলোতে কম বাহির হওয়া
  • পুকুর বা নদীতে গোসল না করা
  • চোখের যত্নে কালো চশমা ব্যবহার করা
  • টেলিভিশন না দেখা ভালো
  • ময়লা আবজনাযুক্ত স্যাতসেতেঁ স্থানে না যাওয়া


কি কি উপায়ে চিকিৎসা ও প্রতিরোধ করা যায়?


ভাইরাস জনিত এ রোগের তেমন কোন চিকিৎসা হয় না। সাধারণত ৭-১০ দিন পর এমনিতেই সেরে যায়। আক্রান্ত ব্যাক্তি থেকে সব ছড়িয়ে পড়ার প্রতিরোধে যে বিষয় অবশ্যয় লক্ষ্য রাখা জরুরি তা হলো:

  • চোখের পানি বা ময়লা মুছতে আলাদা রুমাল ব্যাবহার করতে হবে।
  • অপরিষ্কার হাতে যখন-তখন চোখ না চুলকানো।
  • চোখ উঠা রোগিদের বিছানা আলাদা রাখা।
  • চিকিৎসকের পরামশ নিয়ে ঔষুধ খাওয়া।
  • কালো চশমা ব্যবহার করা বাহিরের ধুলোবালি থেকে রক্ষা পাওয়ার জন্য।
  • বাহিরের পানি দিয়ে চোখে ঝাপটা না দেওয়া।
  • অপরিষ্কার রুমাল ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে।
  • সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে হবে।
  • চোখের পাতা বেশি ফুলে গেলে বরফ দেওয়া যেতে পারে।

কুসংস্কার গুলো কি?


আক্রান্ত ব্যাক্তির চোখে চোখ রাখলে কনজাংটিভাইটিস বা চোখ উঠা রোগে আক্রান্ত হবে, এটা একটি ভ্রান্ত বা ভুল ধারণা। যা অনেকে পোষণ করে।

তো আজকে আমরা দেখলাম “চোখ উঠার কারণ কি”। আশা করি আপনাদের আমরা উপকার করতে পেরেছি। যদি আপনি আমাদের পোস্টটি থেকে উপকারিত হন। তা হলে অন্যান্য পোস্ট পড়তে ভুলবেন না।
Valo Kobita

আমি একজন প্রোফেশনাল ব্লগার। আমরা জন্য সবাই দোয়া করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন