নদীর উপর সেতু নির্মাণ করার সময় সেতুর পিলারগুলো কীভাবে স্থাপন করা হয় [২০২৩]

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “নদীর উপর সেতু নির্মাণ করার সময় সেতুর পিলারগুলো কীভাবে স্থাপন করা হয়”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

নদীর উপর সেতু নির্মাণ করার সময় সেতুর পিলারগুলো কীভাবে স্থাপন করা হয়

পানির মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে একটি অস্থায়ী বেষ্টনী নির্মাণ করা হয়, ইঞ্জিনিয়ারিং ভাষায় সেটা কে "কফার ড্যাম" বলে।

পানির মধ্যে এরকম পাইল সেট করে চর্তুরপাশে স্টিল এর পাত দিয়ে পানি চলাচল এ বাধা প্রয়োগ করা হয়।

আর এসব করার সময় নিয়মিত একটি পাম্প দিয়ে পানি উত্তোলন করতে থাকে যাতে পিলার করার স্থান টি তে কোনো পানি না থাকে।

এভাবে কাজ করার স্থানটি কে পানিরোধী করে তারপর শ্রমিকরা নির্মাণ কাজ পরিচালনা করে থাকে ।


আশা করি আপনারা নদীর উপর সেতু নির্মাণ করার সময় সেতুর পিলারগুলো কীভাবে স্থাপন করা হয়, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন