আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “ফ্যান আস্তে বা জোরে ঘুরালে বৈদ্যুতিক শক্তি সমান খরচ হয় কেন”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
ফ্যান আস্তে বা জোরে ঘুরালে বৈদ্যুতিক শক্তি সমান খরচ হয় কেন
সেই আদি আমলের রেগুলেটরে এমন বৈশিষ্ট্য ছিল। সেখানে রেজিস্টিভিটি (রোধকত্ব) কমানো-বাড়ানোর সাহায্যে ভোল্টেজের নিয়ন্ত্রণ করা হত। ভোল্টেজ বাড়ালে ফ্যান জোরে ঘুরত, আবার কমালে আস্তে ঘুরত।
(কারণ: ভোল্টেজ কমানো হলে কারেন্ট কারেন্ট কমে যেত, ভোল্টেজ বাড়ানো হলে কারেন্ট বেড়ে যেত।)
কিন্তু আদতে সেখানে সমান পাওয়ার (ক্ষমতা) ই ব্যবহৃত হত। কেননা রেজিস্টরের সাহায্যে ভোল্টেজ ড্রপ করানোর (কমানোর) অর্থ হল সেখানে রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়া, আর রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে সেখানে কারেন্ট কম প্রবাহিত হবে, কিন্তু সেখানে ইলেকট্রন বাঁধাগ্রস্ত হয়ে তাপ উৎপাদন করবে।
এই তাপের মাধ্যমে লস হত বাড়তি কারেন্ট, যা রেজিস্টর আটকে দিত। তাই, ভোল্টেজ কারেন্ট ফ্যান পর্যন্ত না পৌছুলেও ঠিকই খরচ হয়ে যেত।
বর্তমানে ব্যবহৃত হয় ক্যাপাসিটিভ রেগুলেটর (ইলেক্ট্রিক রেগুলেটর) এবং সেমিকন্ডাকটর ডিভাইস রেগুলেটর (ইলেকট্রনিক রেগুলেটর) (ট্রায়াক, ডায়াক ইত্যাদি) সেমিকন্ডাক্টর রেগুলেটর অনেকটা সুইচের মত কাজ করে।
বারবার নিজে নিজেই অন-অফ হয়ে ফ্যানের গতিসীমা নির্ধারিত রাখে। তাই এক্ষেত্রে ফ্যান জোরে ঘুরালে বেশি বিদ্যুৎ (ডায়াক, ট্রায়াক কম সময় অফ থাকে) এবং আস্তে ঘোরালে কম বিদ্যুৎ ব্যায়িত হয়।
আশা করি আপনারা ফ্যান আস্তে বা জোরে ঘুরালে বৈদ্যুতিক শক্তি সমান খরচ হয় কেন, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন।