কাপড়ের গুণাবলির উপর পাকের প্রভাব [২০২৩]

কাপড়ের গুণাবলির উপর পাকের প্রভাব: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই কাপড়ের গুণাবলির উপর পাকের প্রভাব পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

আপনারা যদি আমাদের কাপড়ের গুণাবলির উপর পাকের প্রভাব পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

কাপড়ের গুণাবলির উপর পাকের প্রভাব

সুতার উপর পাকের পরিমাণ এবং পাকের দিকের উপর নির্ভর করে কাপড়ে বিভিন্ন প্রভাব পরিলক্ষিত হয়৷ টুইস্ট দ্বারা সৃষ্ট কাপড়ের এ বৈশিষ্ট্য কিছু কিছু চোখ দেখা যায়। আবার কতগুলো হতের স্পর্শে বুঝা যায় এবং কতগুলো যান্ত্রিকভাবে বুঝা যায়। 

যেমনঃ কাপড়ের শক্তি বৃদ্ধি বা ঘর্ঘণ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে৷ অর্থাৎ কাপড়ের গুণাবলির উপর পাকের প্রভাব অপরিসীম৷ নিচে কিছু উদাহরণ দেওয়া হলঃ
  • তাহলে পড়েনের দিকে এস টুইস্টের সুতা ব্যবহার করলে টুইল লাইন অস্পষ্ট  হয়ে যাবে৷ আবার বিপরীতভাবে যদি পড়েনের দিকে জেড টুইস্টের সুতা হয়। তবে টুইল লাইনগুলো খুব স্পষ্ট হবে৷
  • তবে ক্রেপ সুতা গুটিয়ে যায় ও সংকুচিত হয় এবং কাপড়ে ক্রেপ ইফেক্ট সৃষ্টি হয়৷
  • পাকের দিক নির্বাচনের উপর টুইল লাইনের স্পষ্টতা নির্ভর করে৷ যেমনঃ যদি কোন টুইল কাপড়ের টানা সুতা জেড টুইস্ট হয় এবং টুইল লাইনগুলো বামে নিচের দিকে যেতে থাকে। 
  • যখন একটি কাপড় একবার জেড টুইস্টের সুতা এবং আরেকবার এস টুইস্টের সুতা ব্যবহার করে প্রস্তুত করা হয়। তখন কাপড়ে শ্যাডো স্ট্রাইপ ইফেক্টের সৃষ্টি হয়৷ আর এটি আলোর বিভিন্ন দিকের প্রতিফলনের জন্য হয়ে থাকে৷
  • উচ্চ পাকের সুতা দ্বারা কাপড় প্রস্তুত করলে উক্ত সুতা স্থিতি অবস্থানে আসতে চায়। যার ফলে কাপড়ের উপর স্নার্ল ইফেক্টের সৃষ্টি হয়৷  
  • শক্ত পাকের সুতা যেমন ক্রেপ সুতা দ্বারা প্রস্তুত কপড় অধিক জীবন্ত এবং গ্রহণযোগ মনে হয়৷
  • ক্রেপ সুতা দ্বারা তৈরি কাপড়কে ওয়েট ট্রিটমেন্ট করার পর যদি কোন টেনশন ছাড়া শুকানো হয়।

তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘কাপড়ের গুণাবলির উপর পাকের প্রভাব’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন