নমুনায়ন কি? | নমুনায়ন এর প্রকারভেদ গুলি কি কি? | নমুনায়ন পদ্ধতি সুবিধা

নমুনায়ন কি? | নমুনায়ন এর প্রকারভেদ গুলি কি কি? | নমুনায়ন পদ্ধতি সুবিধা: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই নমুনায়ন কি? | নমুনায়ন এর প্রকারভেদ গুলি কি কি? | নমুনায়ন পদ্ধতি সুবিধা পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

আপনারা যদি আমাদের নমুনায়ন কি? | নমুনায়ন এর প্রকারভেদ গুলি কি কি? | নমুনায়ন পদ্ধতি সুবিধা পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

নমুনায়ন কি? | নমুনায়ন এর প্রকারভেদ গুলি কি কি? | নমুনায়ন পদ্ধতি সুবিধা

টেক্সটাইল টেস্টিং এর জন্য সমগ্রকের কিছু অংশ নমুনা হিসাবে নির্বাচন করা হয়ে থাকে৷ একটি টেক্সটাইল মিলের উৎপাদিত সমগ্র পণ্য পরীক্ষা করা একদিকে যেমনঃ অসম্ভব ব্যাপার তেমনি অধিকাংশ পরীক্ষাতেই পণ্যের ক্ষতি হয় বিধায় তা করাটাও সমীচীন নয়৷ সাধারণত নমুনা জরিপের মাধ্যমে সমগ্রকের একটি অংশ বা প্রতিনিধিত্বমূলক অংশ নির্বাচন করে পরীক্ষা করা হয়৷ 

আর এ প্রতিনিধিত্বমূলক অংশ পরীক্ষা করে যে ফলাফল পাওয়া যায় তা দ্বারাই সমগ্র পণ্যের গুণাগুণ সম্পর্কে একটা গ্রহণযোগ্য ধারাণা পাওয়া যায়৷ তবে ও ফলাফলের নির্ভরযোগ্যতা অনেকাংশ নমুনা বাছাইয়ের পদ্ধতি উপর নির্ভর করে৷

পপুলেশন কি?

যে সমস্ত পণ্য পরীক্ষা করে তার গুণাবলী নির্ণয় করতে হয় সে পণ্যের সম্পূর্ণ পরিমাণকে পপুলেশন (সমগ্রক) বা ইউনিভার্স (Universe)  বলে৷ যেমনঃ কাপড়ের গুণাবলী নির্ণয় করতে হলে উইভিং কর্তৃক উৎপাদিত সম্পূর্ণ কাপড়ের পরিমাণই পপুলেশন৷

নমুনা কি?

কোন পপুলেশনের এক বা একাধিক গুণাবলী পরীক্ষা করার জন্য তা হতে যে ক্ষদ্র অংশ বাছাই করা হয়৷ যা ঐ সম্পূর্ণ পরিমাণকে যথাযথভাবে উপস্থাপন করে তাকেই নমুনা বলে৷

নমুনায়ন কি?

যে পদ্ধতিতে কোন বিরাট বা বিশাল পরিমাণের পপুলেশনের প্রতিনিধিত্বকারী একটি অতি ক্ষুদ্র অংশ বাছাই করা হয় তাকে নমুনায়ন বা স্যাম্পলিং বলে৷

স্যাম্পলিং এর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য?

  • টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে নমুনায়ন বা স্যাম্পলিং এর গুরুত্ব অপরিসীম৷ যে সমস্ত উদ্দেশ্য সাধনের জন্য নমুনা বাছাই করা হয়ে থাকে তার কয়েকটি নিচে আলোচনা করা হলঃ
  • স্যাম্পলিং এর মাধ্যমে অল্প সময়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় তাই সময় বাঁচানো সম্ভব হয়৷
  • কম সংখ্যক লোক দ্বারা কাজ করা সম্ভব হয় বিধায় লোকবল কম লাগে তাই আর্থিক সাশ্রয় হয়৷
  • স্যাম্পল পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে প্রয়োগ করে ভুলের মাত্রা কমানো যায় যার ফলে পণ্যমান বাড়ানো সম্ভব হয়৷
  • স্যাম্পল যেহেতু সম্পূর্ণ উৎপাদনকে প্রতিনিধিত্ব করে তাই স্যাম্পল পরিক্ষণের মাধ্যমে আমরা সম্পূর্ণ উৎপাদনের গুণগতমান সম্বন্ধে একটা গ্রহণযোগ্য ধরাণা পাই৷
  • টেস্টিং অধিকাংশ ক্ষেত্রেই একটি অপচয়মূলক প্রক্রিয়া৷ স্যাম্পলিং এর মাধ্যমে অল্প পরিমাণ পণ্যের পরীক্ষা করা হয় বিধায় অপচয় কম হয় ফলে ব্যয় কম হয়৷

স্যাম্পলিং পদ্ধতি প্রভাবিতকরণ নিয়ামকসমূহ?

  • স্যাম্পলিং পদ্ধতি সাধারণত নিম্নলিখিত নিয়ামক দ্বারা প্রভাবিত হয়ঃ
  • গুণতমান পরীক্ষার জন্য পণ্যগুলো কী আকারে অর্থাৎ বেল ল্যাপ স্লাইভার রভিং সুভা বা কাপড় ইত্যাদি কোন আকৃতিতে পাওয়া যায় তার উপর৷
  • কি ধরনের যন্ত্রের সাহায্যে পণ্যের গুণগতমান নির্ণয় করা হবে তার উপর৷
  • কি কি ধরনের তথ্য দরকার তার উপর৷
  • সরবরাহকৃত পপুলেশনের মোট পরিমাণের উপর৷
  • পণ্যের কী ধরনের মান নির্ণয় করতে হবে তার উপর৷
  • পরীক্ষামানের নির্ভরযোগ্যতা গ্রহণযোগ্যতার পরিমাণের উপর ইত্যাদি৷

স্যাম্পলিং কত প্রকার?

টেক্সটাইল টেস্টিং এ নমুনায়ন (Sampling) পদ্ধতি বিশেষ ভূমিকা রাখে৷ ফাইবার টেস্টিং এ যেমন একই গাইডের (পপুলেশন) ফাইবারের দৈর্ঘ্য সূক্ষ্মতা ট্রাশ ইত্যাদির মান ভিন্ন ভিন্ন হয় তেমনি সুতার পরীক্ষার ক্ষেত্রেও এতই রিং মেশিনে উৎপাদিত সুতার মান ভিন্ন ভিন্ন হয়৷ 

এজন্য নমুনা বাছাই করার সময় যতদূর সম্ভব সতর্কতার সাথে করা উচিত যাতে নমুনা পপুলেশনকে যথাযথভাবে উপস্থাপন করে৷ পপুলেশনের আকার আকৃতি বা পরীক্ষার ধরন যাই হোক না কেন নমুনা সাধারণত দুইভাবে সংগ্রহ করা যায়ঃ
দৈব নমুনায়ন পদ্ধতি (The random sampling method)
প্রভাবিত বা পক্ষপাতমূলক নমুনায়ন পদ্ধতি (The bised sampling method)

দৈব নমুনায়ন পদ্ধতি (The random sampling method) কি?
এ পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি উপাদান  নমুনায় সংযুক্ত হওয়ার সমান সুযোগ থাকে নমুনার উপাদানগুলো দৈবভাবে নির্বাচন করার কারণে ব্যক্তিগত ঝোঁক বা পক্ষপাতিত্বের সম্ভাবনা কম থাকে৷ তবে পপুলেশনের সমস্ত গুণাবলি যথাযথভাবে পাওয়ার জন্য নমুনার পরিমাণ অবশ্যই পর্যাপ্ত (Sufficient) হতে হবে৷ 

যে পপুলেশনের বৈশিষ্ট্যের তারতম্যের মাত্রা যত বেশি সেই পপুলেশন হতে নমুনার পরিমাণও তত বেশি হবে যাতে পপুলেশনের সত্যিকারের উপস্থাপনা ঘটে৷ তবেই এরূপ প্রতিনিধিত্বমূলক নমুনাতে প্রাপ্ত পরীক্ষিত মান পপুলেশনের সামগ্রিক  মানের সমান বা প্রায় সমান হবে৷

দৈব নমুনায়নের সুবিধা ও অসুবিধা?


দৈব নমুনায়নের অসুবিধা?
  • এ নমুনায়ন পদ্ধতি সম্পূর্ণভাবে ব্যক্তি নিরপেক্ষ৷
  • ইহা নমুনায়নের সবচেয়ে সহজতর পদ্ধতি৷
  • এ নমুনায়ন পদ্ধতির জন্য ব্যবহৃত রাশিমালা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরির ফলে ইহা অত্যন্ত বিশ্বাসযোগ্য৷

দৈব নমুনায়নের অসুবিধা?
  • পপুলেশনের উপাদানগুলো অসমসত্ত্ব থাকলে এ নমুনায়ন পদ্ধতি ভাল ফলাফল দেয় না৷
  • এ পদ্ধতিতে সময় বেশি থাকে৷
  • পপুলেশনের আকার বড় না হলে এ পদ্ধতিতে প্রাপ্ত নমুনা সমগ্রকের প্রতিনিধিত্বকারী হয় না৷

প্রভাবিত বা পক্ষপাতমূলক নমুনায়ন পদ্ধতি (The bised sampling method) কি?
নমুনা সংগ্রহের এ পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি অংশের নমুনা হিসাবে বাছাই হওয়ার জন্য বিশেষ কোন কারণ কাজ করে৷ এ পদ্ধতিতে পপুলেশনের যে কোন অংশ বা উপাদান নমুনা হিসাব বাছাই হওয়ার জন্য বিশেষ কোন কারণ যেমন ঐ অংশের বা উপাদানের আঙ্গিক বৈশিষ্ট্য নৈকট্য নমুনা সংগ্রহকারীর ব্যক্তিগত প্রত্যক্ষ বা পরোক্ষ ঝোঁক কাজ করে৷ এ নমুনায়ন পদ্ধতিতে পপুলেশনের বৈশিষ্ট্য যথাযথভাবে উপস্থাপন করে না ফলে প্রাপ্ত ফলাফলও নির্ভরযোগ্য হয় না৷ 

অন্যদিকে দৈব নমুনায়ন পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি অংশ বা উপাদানের নমুনা হিসাবে বাছাই হওয়ার সমান সুযোগ রয়েছে বিধায় নমুনার ফলাফল অধিকতর গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য যা পপুলেশনকে যথাযথভাবে উপস্থাপন করে৷ এজন্য দৈব নমুনায়ন পদ্ধতিকেই অধিকতর উত্তম বলে বিবেচনা করা হয়৷

প্রভাবিত নমুনায়নের সুবিধা ও অসুবিধা?


প্রভাবিত নমুনায়নের সুবিধা?
  1. অভিজ্ঞ পর্যবেক্ষকের সংখ্যা অন্যান্য পদ্ধতি তুলনায় কম প্রয়োজন হয়৷
  2. সময়ও অন্যান্য পদ্ধতিতে তুলনায় কম লাগে৷
  3. ইহা সমসত্ত্ব অসমসত্ত্ব উভয় প্রকার পপুলেশনর ক্ষেত্রে ব্যবহার করা যায়৷

প্রভাবিত নমুনায়নের অসুবিধা?
  1. এ পদ্ধতি পপুলেশনের বৈশিষ্ট্য যথাযথভাবে উপস্থাপন করে না৷
  2. পপুলেশনের আকার বড় হলে এ নমুনা উপাদান সংগ্রহ জটিল হয় বা অনেক সময় যথাযথ হয় না৷

নমুনা কত প্রকার ও কি কি?

  1. যেহেতু টেক্সটাইল পণ্যসামগ্রী ফাইবার আকারে সুতা আকারে ও কাপড় এ তিন আকারে পাওয়া যায়। তাই নমুনাও তিন ধরনের হয়ঃ
  2. ফাইবারের নমুনা (Fibre sample)
  3. সুতার নমুনা (Yarn sample)
  4. কাপড়ের নমুনা (Fabric sample)

ফাইবারের নমুনায়নের কৌশল?

ফাইবাবের বিভিন্ন গুণাবলী টেস্টিং এ উহার নমুনা বাছাই করা প্রয়োজন৷ এ বাছাই পদ্ধতি মূলত নির্ভর করে ফাইবার কি আকার বা অবস্থায় আছে৷ 

যেমনঃ বেল আকারে স্লাইভার আকারে কার্ডওয়েভ আকারে সুতা আকারে ইত্যাদি৷ এর  উপরই ভিত্তি করে ফাইবারের নমুনা সংগ্রহের বিভিন্ন পদ্ধতি বা কৌশল অবলম্বন করা হয়৷ ফাইবারের নমুনা সংগ্রহের কৌশলগুলো নিম্নেরূপঃ
  • দি স্কয়ারিং টেকনিক (The squaring rechnique )
  • দি কাট স্কয়ারিং টেকনিক (The cut squaring technique)
  • দি জেনিং টেকনিক (The  zoning technique)
  • দি টং স্যাম্পলিং মেথড (The tong sampling method)
  • ডাই স্যাম্পলিং মেথড (Dye sampling method)
  • দি কোর স্যাম্পলিং মেথড (The core sampling method)

তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘নমুনায়ন কি? | নমুনায়ন এর প্রকারভেদ গুলি কি কি? | নমুনায়ন পদ্ধতি সুবিধা’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন