হানিকম্ব কাপড় কি,কত প্রকার , হানিকম্ব ও ব্রাইটন হানিকম্ব উইভের ব্যবহার

হানিকম্ব কাপড় কি,কত প্রকার , হানিকম্ব ও ব্রাইটন হানিকম্ব উইভের ব্যবহার: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই হানিকম্ব কাপড় কি,কত প্রকার , হানিকম্ব ও ব্রাইটন হানিকম্ব উইভের ব্যবহার পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

আপনারা যদি আমাদের হানিকম্ব কাপড় কি,কত প্রকার , হানিকম্ব ও ব্রাইটন হানিকম্ব উইভের ব্যবহার পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

হানিকম্ব কাপড় কি,কত প্রকার , হানিকম্ব ও ব্রাইটন হানিকম্ব উইভের ব্যবহার

হানিকম্ব কাপড় কি?

হানিকম্ব এর মূল বুনন ডায়মন্ড৷ মৌমাছি তার বাসার জন্য যেমনঃ ছোট ছোট খোপ তৈরি করে তেমনি এই উইভে টানা ও পড়েন সুতা বিশেষ বন্ধনীতে অংশগ্রহণ করে কাপড়ের উপরিভাগে মৌচাকের মতো ছোট ছোট অসংখ্য কোষ বা সেল তৈরি করে বলে এই উইভেক হানিকম্ব উইভ বলে৷ 

এর পৃষ্ঠদেশ যথেষ্ট অমসৃণ এবং এর পানি শোষণ ও ধারণ ক্ষমতা অত্যধিক৷ কতগুলো গর্ত ও বিশেষ ধরনের বেষ্টনীর মাধ্যমে তৈরি হয় বলে একে সেলুলার উইভও বলে৷

ব্রাইটন হানিকম্ব কি?

প্রতি রিপিটে সমান সংখ্যক টানা ও পড়েন সুতা দ্বারা তৈরিকৃত ডিজাইন যা কাপড়ের উপরিভাগে অমসৃণ পৃষ্ঠের কতকগুলো হানিকম্ব কোষ তৈরি করে তাকে ব্রাইটন হানিকম্ব বলে৷ ব্রাইটন হানিকম্ব একটি জটিল ধরনের কাপড়৷ এই কাপড়ের উভয় পার্শ্ব এক রকমের দেখায়৷ ব্রাইটন হানিকম্ব উইভ কিছুটা ডায়মন্ড বেইস৷ 

এটি সাধারণত একক ডায়াগোনাল ও ডাবল ডায়াগোনাল লাইন ক্রস করে ডিজাইনের সূত্রপাত হয়৷ পুরো ডিজাইন ডায়াগোনাল লাইনের ফাঁক ২টি বড় ও ২টি ছোট৷ স্পষ্ট ডিজাইনের সেল গঠিত হয়৷

হানিকম্ব কাপড় কত প্রকার?

এই উইভের গঠনের উপর ভিত্তি করে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়ঃ
  • অর্ডিনারি হানিকম্ব
  • ব্রাইটন হানিকম্ব

অর্ডিনারি হানিকম্ব কি?

কাপড়ের উপরিভাগে খোপ ও বেষ্টনী দ্বারা পালাক্রমে একের পর এক অবস্থান করে ডায়মন্ড আকারের ছোট ছোট কোষ গঠন করে যা মোমাছির তৈরি মৌচাকের মতো দেখায় তাকে অর্ডিনারি হানিকম্ব বলে৷ 

আর এই কাপড়ের উপরিভাগ অমসৃণ হয় ও কাপড়ের উভয় পার্শ্ব একই রকম দেখায়৷


অর্ডিনারি হানিকম্ব এর বৈশিষ্ট্য?

  • এর উইভ ডাময়ন্ড এর উপর করে তৈরি হয়৷
  • কাপড়ের উভয় পার্শ্বে একই রকম ইফেক্ট তৈরি হয়৷
  • রিপিটে টানা ও পড়েন সুতার সংখ্যা সমান ও অসমান উভয়ই হতে পারে৷
  • সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ডিজাইন (৬×৪) তাছাড়া রিপিট সর্বদাভ ২ এর গুণিতক৷
  • কাপড়ের উপরিভাগ অমসৃণ হয়৷
  • প্রতিটি রিটিটের মধ্যে একটি করে কোষ গঠিত হয়৷
  • ইন্টালেসিংসমূহ প্লেইন এর মতো হয়ে থাকে৷
  • এই উইভের পানি ধারণক্ষমতা অনেক বেশি৷
  • ড্রাফটিং সর্বদাই v ড্রাফট অর্থাৎ পয়েন্ডেড ড্রাফট৷

অর্ডিনারি হানিকম্ব এর গঠনপ্রণালি?

প্রথমে ডিজাইনটির রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷ অতঃপর একটি Z টুইল বামপার্শের নিচের কর্নার থেকে 1/x অঙ্কন করতে হবে৷ এখানে x দ্বারা সুতার পড়েন ভাসা বুঝানো হয়েছে৷ 

এখন বামপার্শ্বের উপরের কর্নার থেকে এক ঘর নিচে অথবা এক ঘর উপর থেকে S টুইল অঙ্গন করতে হবে৷ উভয় টুইল রেখা মাঝামাঝি অবস্থানে একটি ঘরে ছেদ করবে এবং দুইটি ডায়মন্ড উৎপাদন করবে৷

উৎপাদন ২টি ডায়মন্ডের একটি টানা ভাসা ডায়মন্ড ও অপরটি পড়েন ভাসা ডায়মন্ড হবে৷ অর্থাৎ একটির ঘরগুলো পূর্ণ করা হয় ও অন্যটি খালি রাখা হয়৷ আর এভাবে অর্ডিনারি হানিকম্ব ডিজাইনটি তৈরি করা হয়৷ তবে যদি বড় ডিজাইন হয় তবে ২ সারি বন্ধনী তৈরি করতে হবে৷ 

অর্থাৎ বামপার্শ্বের নিচের কর্নার থেকে টুইলের পরিবর্তে টুইল ও প্রদত্ত টুইলের পরিবর্তে অনুরূপ টুইল তৈরি করে ডিজাইন পূর্ণ করতে হবে৷ এর ড্রফটিং সাধারণত পয়েন্টেড হয়ে থাকে৷

ব্রাইটন হানিকম্বের বৈশিষ্ট্য?

  • ব্রাইটন হানিকম্ব ডায়মন্ড এর উপর নির্ভর করে তৈরি হয়৷ একটি রিপিটে সাধারণত ২টি পূর্ণ ডায়মন্ড ও ৪টি অর্ধেক টানা ভাসা ডায়মন্ড তৈরি হয়৷
  • তুলনামূলক উৎপাদন খরচ বেশি৷
  • ড্রাফটিং সাধারণত স্ট্রেইট ড্রাফটের হয়৷
  • সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ডিজাইন (৮×৮)৷
  • রিপিটের মধ্যে ৪টি ওয়ার্প ডায়মন্ড ও ৪টি ওয়েফট ডায়মন্ড গঠিত হয়৷
  • কাপড়ের উভয় পার্শ্ব একই রকম দেখায়৷
  • রিপিটে টানা সুতার সংখ্যা সাধারণত সমান থাকে৷ তবে রিপিট সাইজ প্রধানত চার এর গুণিতক হয়ে থাকে৷
  • অর্ডিনারি হানিকম্বের মতো কাপড়ের উপরিভাগ অমসৃণ৷

ব্রাইটন হানিকম্বের গঠনপ্রণালি?

প্রথমে ডিজাইনটির রিপিট সাইজ নির্দিষ্ট করতে হবে৷ অতঃপর একটি টুইল বামপার্শ্বের নিচের কর্নার থেকে অঙ্কন করতে হবে৷ এখানে দ্বারা সুতার পড়েন ভাসা বুঝানো হয়েছে৷

এখন বামপার্শ্বের উপরের কর্নার থেকে এক ঘর নিচে এবং এক ঘর ডানে একটি ২ সারি বন্ধনী S টুইল দিতে হবে যা টুইলের সাথে মাঝামাঝি অবস্থানে ২ টি ঘরে ছেদ করবে৷

এখন দুই সারি বন্ধনীর উপর চারটি পয়েন্ট চিহ্নিত করতে হবে যেগুলো ২টি টুইল রেখার ক্রসিং বিন্দুর সবচেয়ে নিকটতম হবে৷ 
এই বিন্দুগুলোর থেকে পড়েন বরাবর হানিকম্ব ডিজাইনের উৎপাদিত ডায়মন্ডের সর্বোচ্চ সুতা ভাসার সমান টানা ভাসা চিহ্নিত করতে হবে৷ ডায়মন্ডের সর্বোচ্চ সুতা ভাসার সংখ্যা রিপিটের টানা বা পড়েন সুতার অর্ধেকের চেয়ে এক কম হবে।

উদাহরণঃ১৬×১৬ রিপিট সাইজের সর্বোচ্চ সুতা ভাসার সংখ্যা৷ এভাবে প্রতিটি টানা ভাসা পূর্ণাঙ্গ ডায়মন্ড গঠন করতে হবে৷
এভাবে হানিকম্ব ডায়মন্ড ডিজাইন গঠিত হয়৷ উল্লেখ্য রিপিট ২ টি পূর্ণাঙ্গ ডায়মন্ড ও  ৪টি অর্ধেক ডায়মন্ড উৎপন্ন হবে।

হানিকম্ব ও ব্রাইটন হানিকম্বের পার্থক্য?

হানিকম্বঃ

  • রিপিট আকার টানা ও পড়েন সংখ্যা সর্বদা ২ এর গুণিতক হবে। যেমনঃ ৬×৪,৮×৮,১০×১০
  • ক্ষুদ্রতম রিপিটের আকার (৬×৪)৷
  • রিপিটের মধ্যে একটি ওয়ার্প ও একটি ওয়েফট ডায়মন্ড থাকবে৷
  • রিপিটের সেলগুলো উভয় দিকে দেখতে একই রকম
  • ড্রাফটিং সাধারণত অর্থাৎ পয়েন্টেড৷
  • উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম৷
  • অর্ডিনারি হানিকম্ব কাপড়ের উভয়পার্শ্বে দেখতে একই রকম৷
  • ট্যাপেট লুমেও বুনন সম্ভব৷
  • তুলনামূলক ডিজাইন কাপড়ের উপরিভাগ অমসৃণ হয়৷

ব্রাইটন হানিকম্বঃ

  • রিপিট আকারে টানা ও পড়েন সংখ্যা সর্বদা ৪ এর গুণিতক হবে যেমন ৮×৮ ১২×১২,১৬×১৬,২০×২০ ইত্যাদি৷
  • ক্ষুদ্রতম রিপিটের আকার (৮×৮)৷
  • রিপিটের মধ্যে ৪ টি ওয়ার্প ও ৪ টি ওয়েফট ডায়মন্ড থাকবে৷
  • রিপিটের সেলগুলো একদিকে স্পষ্ট ও অন্যদিকে অস্পষ্ট অর্থাৎ উভয় দিকে এক রকম নয়৷
  • ডাফটিং সাধারণত স্ট্রেইট ড্রাফট৷
  • উৎপাদন খরচ তুলনামূলক অনেক বেশি৷
  • ব্রাইটন হানিকম্বের উভয় পার্শ্ব দেখতে একই রকম নয় কাপড়ের উপরিভাগে খুবই স্পষ্ট এবং পরিষ্কার৷
  • কিছু কিছু ডিজাইন বুননের জন্য ডবি লুমের প্রয়োজন হয়৷
  • কাপড়ের উপরিভাগে তুলনায় কাপড়ের নিচের ভাগ বেশি অমসৃণ হয়৷

হানিকম্ব ও ব্রাইটন হানিকম্ব উইভের ব্যবহার?


হানিকম্বঃ

  • যেহেতু পানি ধারণক্ষমতা বেশি কাজেই হ্যান্ড টাওয়েল, গ্লাস ক্লথ, রোলার টাওয়েল, বাথ ম্যাট ইত্যাদিতে ব্যাপভাবে ব্যবহৃত হয়।
  • ফার্নিশিং কাপড় তৈরিতে এই কাপড় ব্যবহার করা হয়৷
  • কম্বল, গৃহসজ্জা সামগ্রী ইত্যাদি তৈরিতে৷
  • রোলার টাওয়েল, বাথ ম্যাট, গ্লাস ক্লথ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়৷
  • চিকন সুতা দ্বারা তৈরি কাপড় পোশাক তৈরিতেও ব্যবহৃত হয়৷

ব্রাইটন হানিকম্বঃ

  • অধিক অলংকৃত কাপড় যেমনঃ কম্বল এবং ব্রোকেট তৈরিতে ব্যবহৃত হয়৷
  • হ্যান্ড টাওয়েল গ্লাস এবং রোলার টাওয়েল হিসেবে ব্যবহৃত হয়৷ 
  • ক্রোকারিজ টাওয়েল হিসেবে ব্যবহৃত হয়৷

তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘হানিকম্ব কাপড় কি,কত প্রকার , হানিকম্ব ও ব্রাইটন হানিকম্ব উইভের ব্যবহার’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।
 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন