রিয়্যাকটিভ ডাই কি? [২০২৩] | রিয়্যাকটিভ ডাই কাকে বলে? | রিয়্যাকটিভ ডাই এর গুণাবলী? | রিয়্যাকটিভ ডাই এ ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের কাজ?

রিয়্যাকটিভ ডাই কি,এর গুণাবলী: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই রিয়্যাকটিভ ডাই কি,এর গুণাবলী পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

আপনারা যদি আমাদের রিয়্যাকটিভ ডাই কি,এর গুণাবলী পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

রিয়্যাকটিভ ডাই কি? [২০২৩] | রিয়্যাকটিভ ডাই কাকে বলে? | রিয়্যাকটিভ ডাই এর গুণাবলী? | রিয়্যাকটিভ ডাই এ ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের কাজ?

রিয়্যাকটিভ ডাই কি?

যে ডাই ফাইবারের সাথে কোভ্যালেন্ট লিংক সৃষ্টির মাধ্যমে ফাইবারের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে থাকে তাকে রিয়্যাকটিভ ডাই বলে।

রিয়্যাকটিভ ডাই এর গুণাবলী?

রিয়্যাকটিভ ডাই এর গুণাবলি নিম্নে আলোচনা করা হলঃ

  • ডাইং প্রসেসের সময় ডাই এর রিয়্যাকটিভ গ্রুপ ফাইবারের সাথে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে এবং ফাইবারের একটি অংশ হিসেবে থেকে যায়৷
  • এর ওয়েট ফাস্টনের বেশি৷ তবে এর মাত্র কোভ্যালেন্ট বন্ডের স্থায়িত্বর ওপর নির্ভর করে৷
  • তুলনামূলকভাবে এডাই এর উজ্জ্বলতা রাবিং ফাস্টনেস ভ্যাট ও অ্যাজোইক ডাই অপেক্ষা বেশি৷
  • এটি পানিতে দ্রবণীয়৷
  • এ ডাই এর প্রয়োগ পদ্ধতি অত্যন্ত সহজ৷
  • এটি সাধারণত সেলুলোজি ও প্রােটিন ফাইবারকে ডাইং করার জন্য ব্যবহৃত হয়৷
  • ডাইং প্রসেস সাধারণত অ্যালকালি মিডিয়ামে করা হয়৷
  • এ ডাই দ্বারা সব ধরনের শেড পাওয়া যায়৷
  • এ ডাই দামে মোটামুটি সস্তা৷
  • এ ডাই দ্বারা পলি অ্যামাইড ফাইবারও ডাইং করা যায়৷
  • এ ডাই দ্বারা রিজেনারেটেড সেলুলোজ ফাইবারকে ডাই করা যায়৷
  • গ্যাস ফেডিং এবং ড্রাই ক্লিনিং এ ডাই এর কোন ক্ষতি হয় না৷

রিয়্যাকটিভ ডাই এ ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের কাজ?


রিয়্যাকটিভ ডাই দ্বারা ডাইং এর সময় যে সকল কেমিক্যাল ও অক্সিলারি ব্যবহার করা হয় তাদের কাজ নিম্নরূপঃ

  • লবণ
  • সোডা অ্যাশ
  • সোডিয়াম এলজিনেট
  • ইউরিয়া 
  • সোপিং

লবণ

পানির প্রতি লবণের আর্কষণ ক্ষমতা বেশি হওয়ায় লবণ পানিতে দেওয়ার সাথে সাথে ডাই দ্রব্যের ওপর গিয়ে পড়ে। এটি ডাইকে সর্বত্র সমভাবে ছড়িয়ে দেয়। 

সোডা অ্যাশ

এটি ফিক্সিং এজেন্ট হিসেবে কাজ করে। দ্রব্য ডাইং করার পর উক্ত ডাইকে ধরে রাখতে দ্রব্যকে সহায়তা করে অর্থাৎ ডাই ফাইবারের সাথে বিক্রিয়া করে কোভ্যালেন্ট বন্ড তৈরিতে সহায়তা করে।

সোডিয়াম এলজিনেট

এটি ডাই মলিকুলের মাইগ্রেশনে বাধাদানের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কাপড় ডাই করার পর ডাই যাতে কাপড়ের এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তর হতে না পারে। সেজন্য সামান্য পরিমাণ আঠালো দ্রব্য সোডিয়াম এনজিনেট ব্যবহার করা হয়। 

ইউরিয়া

এটি ডাই গাঢ় বা হালকা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাঢ় রং করার জন্য ইউরিয়া বেশি দিতে হয় এবং হালকা রং করার জন্য ইউরিয়া কম দিতে হয়।

সোপিং

এর ফলে রং এর উজ্জ্বলতা ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। এছাড়া সোপিং এর ভাসমান কালার দূর হয়।


তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘রিয়্যাকটিভ ডাই কি,এর গুণাবলী’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।
রিয়্যাকটিভ ডাই কি,এর গুণাবলী

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন