আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “১৫০০ cft R.C.C ছাদ কাস্টিং করতে মালামালের পরিমান”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
১৫০০ cft R.C.C ছাদ কাস্টিং করতে মালামালের পরিমান
এটা ভিজা মসলার আয়তন...
আমরা তো ভিজা মসলার আয়তন বের করবো না...আমরা শুষ্ক মসলার পরিমাণ হিসাব করবো..
আমরা জানি,
শুষ্ক মসলার আয়তন মসলার ভিজা আয়তনের থেকে 1.50 গুণ বেশী হয়..!!
সুতরাং শুষ্ক আয়তন , 1500×1.50= 2250 cft
এবার অনুপাতের যোগফল,(1+2+4)=7
সিমেন্ট লাগবে :
(2250×1)÷7=321.42 ×0.8= 257.14 =258ব্যাগ.
এখানে 0.80 গুণ করার কারণ হলো,
1 cft সিমেন্টের একক ওজন= 0.80 ব্যাগ.
বালি লাগবে :
(2250×2)÷7= 642.85 cft
খোয়া লাগবে:
(2250×4)÷7=1285.71 cft
আশা করি আপনারা ১৫০০ cft R.C.C ছাদ কাস্টিং করতে মালামালের পরিমান, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না।
Tags:
সিভিল ইঞ্জিনিয়ারিং