আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “স্ল্যাব সম্পর্কিত সকল ধারনা এবং তথ্য (Concept of Slab)”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:
স্ল্যাব সম্পর্কিত সকল ধারনা এবং তথ্য (Concept of Slab)
Concept of R.C.C Floor Slab: R.C.C অথবা C.C দ্বারা নির্মিত সমতল প্লেট বা পৃষ্ঠ সদৃশ কাঠামোর অংশকে Slab বলে।এর উপর ও নিচের তল সমান্তরাল বিবেচনা করা হয়।
Type Of R.C.C Floor Slab: R.C.C ফ্লোর স্ল্যাব প্রধান দুই প্রকার।যথা-
১। One Way Slab
২। Two Way Slab
One Way Slab: Reinforcement এর পদ্ধতি অনুযায়ী তিন প্রকার।যথা-
১। One Way Solid Slab (একমুখী সলিড স্ল্যাব)
২। One Way Ribbed Slab (একমুখী রিবেড স্ল্যাব)
৩। Pre-Cast Slab (প্রি-কাস্ট স্ল্যাব)
Two Way Slab: দ্বিমুখী রিইনফোর্সমেন্ট পদ্ধতি অনুযায়ী তিন প্রকার।যথা-
১। Two Way Solid Slab (দ্বিমুখী সলিড স্ল্যাব)
২। Two Way Ribbed Slab (দ্বিমুখী রিবেড স্ল্যাব)
৩। Pre- Cast Slab (প্রি-কাস্ট স্ল্যাব)
#সামগ্রিকভাবে R.C.C Slab কে পাঁচ ভাগে ভাগ করা হয়।যথা-
১। One Way Slab (একমুখী স্ল্যাব)
২। Two Way Slab (দ্বিমুখী স্ল্যাব)
৩। Flat Slab (ফ্ল্যাট স্ল্যাব)
4। Ribbed Slab (রিবেড স্ল্যাব)
৫। R.B Slab (আর বি স্ল্যাব)
One Way Slab: যে সব স্ল্যাবের প্রান্তদ্বয় দেওয়াল বা বীম সাপোর্টের উপর অবস্থান করে এবং স্ল্যাবের খাটো প্রান্তদ্বয় সাপোর্ট বিহীন থাকে তাকে One Way স্ল্যাব বলে। One Way স্ল্যাবের মেইন reinforcement শুধুমাত্র একদিকে অর্থাৎ স্ল্যাব প্যানেলের প্রস্থ বরাবর নিচের দিকে ব্যবহার করা হয়।
স্ল্যাব প্যানেলের দৈঘ্য বরাবর টেম্পারেচার ও শ্রিংকেজ(Shrinkage) বার ব্যবহার করা হয়।স্ল্যাবের সমস্ত ওজন,মেইন রিইনফোর্সমেন্টের মাধ্যমে স্ল্যাবের লম্বা প্রান্তদ্বয়ে অবস্থিত দেওয়ালে অথবা বীমের উপর ন্যস্ত হয়।যে সমস্ত ফ্লোর স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে বেশি সেক্ষেত্রে One Way স্ল্যাব ডিজাইন করা হয়।
Minimum Thickness Of R.C.C One-Way Solid Slab: স্ল্যাব ডিফ্লেকশনের পরিমাণ বিবেচনা ব্যতিরেকে ACI কোড অনুযায়ী ওয়ান ওয়ে স্ল্যাবের নূন্যতম পুরুত্ব বা গভীরতা (t) হবে নিম্নরূপ:
১। সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব, t=L/25
2। আংশিক বিচ্ছিন্ন স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব, t=L/30
৩। সম্পূর্ণ অবিচ্ছিন্ন স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব, t=L/35
৪। ক্যান্টিলিভার স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব, t=L/12
t= প্রতি মিটার কার্যকরী স্প্যান দৈর্ঘ্যে 3.3 সে.মি থেকে 4 সে.মি ধরা হয়। অর্থাৎ t= 0.033L থেকে 0.04L সে.মি ধরা হয়।
ACI কোড অনুসারে একমুখী ছাদ স্ল্যাবের পুরুত্ব 7.5 সে.মি এবং মেঝে স্ল্যাবের পুরুত্ব 9 সে.মি-এর কম হওয়া উচিত নয়।তবে ACI কোড অনুযায়ী বর্তমানে 10 সে.মি বা 3 ইঞ্চি-এর কম পুরুত্বের স্ল্যাব ঢালাই করা হয় না।
আশা করি আপনারা স্ল্যাব সম্পর্কিত সকল ধারনা এবং তথ্য (Concept of Slab), টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না।