MDG ও SDG এর পূর্ণরুপ লিখ। MDG কি? MDG এর লক্ষ্যসমূহ লিখ: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “MDG ও SDG এর পূর্ণরুপ লিখ। MDG কি? MDG এর লক্ষ্যসমূহ লিখ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
MDG ও SDG এর পূর্ণরুপ লিখ। MDG কি? MDG এর লক্ষ্যসমূহ লিখ
MDG এর পূর্ণরুপ Millennium Development Goals
SDG এর পূর্ণরুপ Sustainable Development Goals
MDG হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ২০১৫ সালের মধ্যে ৮ টি লক্ষ্য পূরণের সিদ্ধান্তগ্রহণ করা।
যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (MDG) বা Millennium Development Goal নামে পরিচিত।
MDG এর লক্ষ্য ছিল ৮ টি। যথাঃ
১. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের বিস্তার রোধ করা,
২. টেকসই উন্নয়ন নীতিমালা এবং পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করা,
৩. উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব তৈরি করা,
৪. চরম দারিদ্র ও ক্ষুধা দূর করা,
৫. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন,
৬. নারী-পুরুষের বৈষম্য দূর করা,
৭. শিশুমৃত্যুর হার হ্রাস করা,
৮. মাতৃস্বাস্থ্যের উন্নতি|
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে MDG ও SDG এর পূর্ণরুপ লিখ। MDG কি? MDG এর লক্ষ্যসমূহ লিখ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।