Shutter খোলার সহজ নিয়ম [2023] | Shutter খোলার নিয়ম

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “Shutter খোলার নিয়ম”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

Shutter খোলার নিয়ম

১। কলাম/রিটেইনিং ওয়াল/ শিয়ার ওয়ালের সাটারিং ৭২ ঘন্টা পর খুলতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ২৪ ঘন্টা পর সাটার খোলা যেতে পারে।

২। বিমের পাশ ৭২ ঘন্টা পর খুলতে হবে এবং তলা ২৮ দিন পর খুলতে হবে।

৩।Span ছোট হলে ২১ দিন পর খোলা যেতে পারে।

৪।ছাদ খোলার সময় span এর মিডল থেকে চারদিকে সমান ডিন্সট্যান্স এ props গুলি খুলতে হবে। এমনি ভাবে বিমের পাশের props গুলি খুলতে হবে।

৫।Cantiliver হলে ফ্রি অংশ থেকে আস্তে আস্তে props খুলতে খুলতে বিমের দিকে আস্তে হবে।

৬।ছাদ খোলার সময় সেফটি হিসাবে কলামের সাথে আনুভূমিক ভাবে বাঁশ বাঁধতে হবে, যাতে কোন অবস্থাতেই কাঠ, শীট বা props খুলে বিল্ডিং এর বাহিরে পরতে না পারে।

আশা করি আপনারা Shutter খোলার নিয়ম, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন