ধ্বনিতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর [2023]

ধ্বনিতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর :  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ধ্বনিতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ধ্বনিতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ধ্বনিতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?

ক. শ্বাসনালি  খ. স্বরযন্ত্র 

গ. গলনালি  ঘ. বাগ্যন্ত্র

সঠিক উত্তর : ঘ


২. শরীরের ওপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ—

i. শ্বাসকার্য পরিচালনা করা

ii. খাদ্য গ্রহণ করা

iii. কথা বলা

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i ও iii

সঠিক উত্তর : গ


৩. বাগ্যন্ত্রের সাহায্যে আমরা কী উত্পাদন করি?

ক. ধ্বনি  খ. বর্ণ 

গ. শব্দ  ঘ. বাক্য

সঠিক উত্তর : ক


৪. বাগ্যন্ত্র তৈরি হয়—

i. ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র

ii. স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল

iii. দাঁত, তালু, গলনালি, মধ্যচ্ছদা, চিবুক

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৫. যে বাগ্ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কী বলে?

ক. স্বরধ্বনি  খ. স্বরবর্ণ 

গ. ব্যঞ্জনধ্বনি  ঘ. ব্যঞ্জনবর্ণ

সঠিক উত্তর : ক


৬. কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?

ক. অ  খ. আ 

গ. ই  ঘ. উ

সঠিক উত্তর : খ


৭. স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?

ক. দুটি  খ. তিনটি 

গ. চারটি  ঘ. পাঁচটি

সঠিক উত্তর : খ


৮. স্বরধ্বনি উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—

i. জিভের উচ্চতা

ii. জিভের অবস্থান

iii. ঠোঁটের আকৃতি

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৯. কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো—

i. মৌখিক স্বরধ্বনি

ii. অনুনাসিক স্বরধ্বনি

iii. সম্মুখ স্বরধ্বনি

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


১০. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

ক. সম্মুখ স্বরধ্বনি  খ. মধ্য স্বরধ্বনি 

গ. পশ্চাৎ স্বরধ্বনি  ঘ. নিম্ন স্বরধ্বনি

সঠিক উত্তর : ক


১১. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে?

ক. সম্মুখ স্বরধ্বনি  খ. মধ্য স্বরধ্বনি 

গ. পশ্চাৎ স্বরধ্বনি  ঘ. নিম্ন স্বরধ্বনি

সঠিক উত্তর : খ


১২. জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি, তাকে কী বলে?

ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য স্বরধ্বনি 

গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন স্বরধ্বনি

সঠিক উত্তর : গ


১৩. জিভ সবচেয়ে ওপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি  খ. নিম্ন স্বরধ্বনি 

গ. উচ্চ স্বরধ্বনি  ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

সঠিক উত্তর : গ


১৪. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি  খ. নিম্ন স্বরধ্বনি 

গ. উচ্চ স্বরধ্বনি  ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

সঠিক উত্তর : খ


১৫. জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় ওপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি  খ. নিম্ন স্বরধ্বনি 

গ. উচ্চ স্বরধ্বনি  ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

সঠিক উত্তর : ক


১৬. জিভ উচ্চমধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে ওপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি  খ. নিম্ন স্বরধ্বনি 

গ. মধ্য স্বরধ্বনি  ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

সঠিক উত্তর : ঘ


১৭. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

ক. ২  খ. ৩ 

গ. ৪  ঘ. ৫

সঠিক উত্তর : ক


১৮. ধ্বনি কাকে বলে?

ক. ভাষার ক্ষুদ্রতম অংশকে 

খ. অর্থবোধক শব্দসমষ্টিকে 

গ. ভাষার লিখিত রূপকে 

ঘ. দুটি শব্দের মিলনকে

সঠিক উত্তর : ক


১৯. যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয়, সেসব স্বরধ্বনিগুলোকে কী বলে?

ক. গোলাকৃত স্বরধ্বনি 

খ. অগোলাকৃত স্বরধ্বনি 

গ. সংবৃত স্বরধ্বনি 

ঘ. বিবৃত স্বরধ্বনি

সঠিক উত্তর : ক


২০. গোলাকৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ  খ. আ 

গ. ই  ঘ. এ

সঠিক উত্তর : ক


২১. যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকে কী বলে?

ক. গোলাকৃত স্বরধ্বনি 

খ. অগোলাকৃত স্বরধ্বনি 

গ. সংবৃত স্বরধ্বনি 

ঘ. বিবৃত স্বরধ্বনি

সঠিক উত্তর : খ


২২. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ খ. আ 

গ. এ  ঘ. ও

সঠিক উত্তর : গ


২৩. বাংলার সব স্বর—

i. হ্রস্ব

ii. দীর্ঘ

iii. কোনোটিই নয়

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


২৪. তালুর পেছনের অংশকে বলে—

i. শক্ত তালু

ii. কোমল তালু

iii. কোনোটিই নয়

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ


২৫. একই সঙ্গে মুখ ও নাকদিয়ে বাতাস বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি 

খ. অনুনাসিক স্বরধ্বনি

গ. মৌখিক স্বরধ্বনি 

ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

সঠিক উত্তর : খ


২৬. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?

ক. খ্  খ. ল্ 

গ. ট্  ঘ. হ্

সঠিক উত্তর : খ


২৭. ব্যঞ্জনধ্বনি উচ্চারণে যে বিষয়ের ওপর বিশেষভাবে খেয়াল করতে হবে তা হলো—

i. উচ্চারণস্থান

ii. উচ্চারণরীতি

iii. কোনোটি নয়

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


২৮. উচ্চারণস্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোকে যে ধ্বনি হিসেবে দেখানো হয় তা হলো—

i. দ্বি-ওষ্ঠ, দন্ত

ii. দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য-দন্তমূলীয়

iii. তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠনালীয়

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


২৯. ওপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

ক. দন্তমূলীয় ধ্বনি 

খ. দন্তধ্বনি 

গ. দ্বি-ওষ্ঠধ্বনি 

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর : গ


৩০. জিভের সামনের অংশ ওপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. দন্তমূলীয় ধ্বনি 

খ. দন্তধ্বনি 

গ. দ্বি-ওষ্ঠধ্বনি 

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর : খ


৩১. জিভের সামনের অংশ ও ওপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. দন্তমূলীয় ধ্বনি 

খ. দন্তধ্বনি 

গ. দ্বি-ওষ্ঠধ্বনি 

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর : ক


৩২. জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উত্পাদিত হয়?

ক. প্রতিবেষ্টিত ধ্বনি 

খ. দন্তধ্বনি 

গ. দ্বি-ওষ্ঠধ্বনি 

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর : ক


৩৩. জিভের সামনের অংশ ওপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. প্রতিবেষ্টিত ধ্বনি 

খ. দন্তধ্বনি 

গ. দ্বি-ওষ্ঠধ্বনি 

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর : ঘ


৩৪. জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. প্রতিবেষ্টিত ধ্বনি 

খ. দন্তধ্বনি 

গ. দ্বি-ওষ্ঠধ্বনি 

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর : ঘ


৩৫. জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. জিহ্বামূলীয় ধ্বনি 

খ. দন্তধ্বনি 

গ. দ্বি-ওষ্ঠধ্বনি 

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

সঠিক উত্তর : ক


৩৬. কণ্ঠনালির মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী?

ক. জিহ্বামূলীয়  খ. দন্ত 

গ. কণ্ঠনালীয়  ঘ. তালব্য

সঠিক উত্তর : গ


৩৭. জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? 

ক. খ্  খ. ল্ 

গ. ট্  ঘ. থ্

সঠিক উত্তর : ক


৩৮. কণ্ঠনালির ধ্বনি কোনটি?

ক. খ্  খ. ল্ 

গ. হ্  ঘ. থ্

সঠিক উত্তর : গ


৩৯. যে বাগ্যন্ত্র সচল তাকে বলে—

i. সচল বাগপ্রত্যঙ্গ

ii. সক্রিয় উচ্চারক

iii. নিষ্ক্রিয় বাগপ্রত্যঙ্গ

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৪০. যে বাগ্প্রত্যঙ্গ স্থির তাকে বলে—

i. সক্রিয় বাগ্প্রত্যঙ্গ

ii. নিষ্ক্রিয় উচ্চারক

iii. নিষ্ক্রিয় বাগ্প্রত্যঙ্গ

নিচের কোনটি ঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৪১. কোনটি সক্রিয় উচ্চারক?

ক. জিভের ডগা খ. দন্তমূল 

গ. কোমল তালু ঘ. ওপরের ঠোঁট

সঠিক উত্তর : ক


৪২. কোনটি নিষ্ক্রিয় উচ্চারক?

ক. জিভের ডগা 

খ. কোমল তালু 

গ. কুঞ্চিত জিভের ডগা 

ঘ. স্বরতন্ত্র

সঠিক উত্তর : খ


৪৩. উচ্চারণরীতি অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলোকে যা হিসেবে বিবেচনা করা হয় তা হলো—

i. স্পৃষ্ট বা স্পর্শ

ii. ঘর্ষণজাত, কম্পিত

iii. তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii 

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৪৪. মুখের মধ্যে ফুসফুস-আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

ক. নাসিকা খ. স্পৃষ্ট 

গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত

সঠিক উত্তর : খ


৪৫. যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয়, সেগুলোকে কী ধ্বনি বলে?

ক. নাসিক্য খ. স্পৃষ্ট

গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত

সঠিক উত্তর : খ

৪৬. ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?

ক. নাসিক্য খ. স্পৃষ্ট

গ. শিস  ঘ. কম্পিত

সঠিক উত্তর : গ

৪৭. যে ধ্বনি উচ্চারণকালে জিভ কম্পিত হয় তাকে কী ধ্বনি বলে?

ক. নাসিক্য খ. স্পৃষ্ট 

গ. শিস  ঘ. কম্পিত

সঠিক উত্তর : ঘ


৪৮. যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশ উল্টে গিয়ে ওপরের পাটি দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয়, তাকে বলে—

i. তাড়িত ধ্বনি

ii. টোকাজাত ধ্বনি

iii. পার্শ্বিক ধ্বনি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii 

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


৪৯. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কী ধ্বনি বলে?

ক. পার্শ্বিক খ. স্পৃষ্ট 

গ. শিস  ঘ. কম্পিত

সঠিক উত্তর : ক


৫০. অন্তস্থ ব্ ও অন্তস্থ য়্ কোন জাতীয় ধ্বনি?

ক. পার্শ্বিক খ. নৈকট্যমূলক

গ. শিস  ঘ. কম্পিত

সঠিক উত্তর : খ


৫১. নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কী?

ক. পার্শ্বিক ধ্বনি খ. তরল ধ্বনি

গ. শিস ধ্বনি ঘ. কম্পিত ধ্বনি

সঠিক উত্তর : খ


৫২. স্বরযন্ত্রের ভেতরে কোন প্রত্যঙ্গ রয়েছে?

i. স্বররন্ধ্র

ii. স্বরতন্ত্র

iii. সরতন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


৫৩. যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালে চাপ পড়ে, সে ব্যঞ্জনগুলোকে বলে—

i. মহাপ্রাণ

ii. অল্পপ্রাণ

iii. স্বল্পপ্রাণ

নিচের কোনটি সঠিক?

ক. i  খ. ii 

গ. i ও ii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ


৫৪. ঘর্ষণজাত ধ্বনি কোনটি?

ক. প্  খ. র্গ 

গ. ঢ়্  ঘ. শ্

সঠিক উত্তর : ঘ


৫৫. বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি?

ক. ৬টি খ. ৭টি 

গ. ৮টি ঘ. ৯টি

সঠিক উত্তর : খ


৫৬. বাংলা স্বরবর্ণ কয়টি?

ক. ৮টি খ. ৯টি 

গ. ১০টি ঘ. ১১টি

সঠিক উত্তর : ঘ


৫৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. কার খ. চিহ্ন 

গ. ফলা ঘ. প্রতীক

সঠিক উত্তর : ক


৫৮. বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক. ৩২টি খ. ৩৫টি 

গ. ৩৭টি ঘ. ৩৯টি

সঠিক উত্তর : ক


৫৯. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ৩৭টি খ. ৩৮টি 

গ. ৩৯টি ঘ. ৪০টি

সঠিক উত্তর : গ


৬০. যেগুলো স্বতন্ত্র বর্ণ নয় তা হলো—

i. বিসর্গ (ঃ)

ii. চন্দ্রবিন্দু ( ঁ)

iii. অনুস্বার (ং)

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii 

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


৬১. ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে তা হলো—

i. শব্দের শুরুতে

ii. শব্দের মাঝে

iii. শব্দের শেষে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii 

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৬২. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. কার খ. চিহ্ন 

গ. ফলা ঘ. প্রতীক

সঠিক উত্তর : গ


৬৩. একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কী বলে?

ক. দ্বিত্ব ব্যঞ্জন

খ. যুক্তব্যঞ্জন

গ. সাধারণ যুক্তব্যঞ্জন 

ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন

সঠিক উত্তর : ক


৬৪. ব্যঞ্জনদ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কী বলে?

ক. দ্বিত্ব ব্যঞ্জন

খ. যুক্তব্যঞ্জন

গ. সাধারণ যুক্তব্যঞ্জন

ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন

সঠিক উত্তর : খ


৬৫. যুক্তব্যঞ্জন কত প্রকারের?

ক. ২ খ. ৩ 

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : ক


৬৬. পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন, তাকে কী বলে?

ক. ধ্বনি-পরিবর্তন 

খ. প্রতিবেশ

গ. ধ্বনি-রূপান্তর 

ঘ. ধ্বনিলোপ

সঠিক উত্তর : ক


৬৭. ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে বলে—

i. স্বরসন্ধি

ii. ব্যঞ্জনসন্ধি

iii. বিসর্গসন্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii 

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


৬৮. অ-ধ্বনির পর আ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. ই খ. উ 

গ. আ ঘ. ঈ

সঠিক উত্তর : গ


৬৯. ই-ধ্বনির পর ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. আ খ. ই 

গ. উ ঘ. ঈ

সঠিক উত্তর : ঘ


৭০. অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. এ খ. ঈ 

গ. উ ঘ. আ

সঠিক উত্তর : খ


৭১. ‘পরীক্ষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. পরি + ইক্ষা খ. পরী + ইক্ষা

গ. পরি + ঈক্ষা ঘ. পরী + ঈক্ষা

সঠিক উত্তর : গ


৭২. সন্ধির ফলে—

i. উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে

ii. শ্রুতিমাধুর্য বাড়ে

iii. ভাষা সংক্ষিপ্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii 

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


৭৩. বাংলা ভাষার অনুনাসিক স্বরধ্বনি কয়টি?

ক. ৫টি  খ. ৬টি 

গ. ৭টি ঘ. ৮টি

সঠিক উত্তর : গ


৭৪. কোন ধ্বনির উচ্চরণের সঙ্গে সক্রিয় ও নিষ্ক্রিয় দুটি বাগযন্ত্রই জড়িত থাকে?

ক. স্বরধ্বনি খ. স্পর্শধ্বনি 

গ. ব্যঞ্জনধ্বনি ঘ. দ্বিত্বধ্বনি

সঠিক উত্তর : গ


৭৫. বাংলা ঘর্ষণজাত ব্যঞ্জন কোনগুলো?

ক. স্, শ্, হ্ খ. ত্, থ্, দ্ 

গ. ক্, খ্, গ্ ঘ. স্, শ্, ষ্

সঠিক উত্তর : ক


৭৬. বাংলা মৌখিক ও আনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনির সংখ্যা কত?

ক. ৮টি  খ. ৯টি 

গ. ১২টি ঘ. ১৪টি

সঠিক উত্তর : ঘ


৭৭. ‘যথেচ্ছা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. যথ+ইচ্ছা খ. যথা+ইচ্ছা 

গ. যথ+ইচ্ছ ঘ. যথে+ইচ্ছা

সঠিক উত্তর : খ


৭৮. ভাষাকে লিখে প্রকাশ করার চিহ্নকে কী বলে?

ক. শব্দ খ. ধ্বনি 

গ. বাক্য ঘ. বর্ণ

সঠিক উত্তর : ঘ


৭৯. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনি ব্যবহৃত হয় না?

ক. শিস খ. মূর্ধন্য 

গ. কণ্ঠ  ঘ. স্বর

সঠিক উত্তর : খ


৮০. বাংলা বর্ণমালায় কার কয়টি?

ক. ৯টি  খ. ১০টি 

গ. ১১টি ঘ. ১২টি

সঠিক উত্তর : খ

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ধ্বনিতত্ত্ব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন