র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি? |- বিস্তারিত [2023]

র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি?

র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল কাকে বলে? 

যেসব ফাইলের ডেটা বা উপাত্ত ভাগ হওয়া মাত্রই সরাসরি অ্যাকসেস করা যায় সেসব ফাইল সংগঠনকে র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল (Random access file) বলে। এ ধরনের ফাইলে কাঙ্ক্ষিত ডেটা অ্যাকসেস করতে কোনো ধরনের ক্রম বা ধারা অণুসরণ করার দরকার হয় না। 

কারণ ফাইলে ডেটা কোনো বিশেষ ক্রম (index) অনুযায়ী সাজানো থাকে না। কাঙ্ক্ষিত ডেটা অ্যাকসেস করতে Hashing নামক পদ্ধতি ব্যবহার করা হয়।

এর সুবিধা ও অসুবিধা কি?

সুবিধা
  • দ্রুত রেকর্ড প্রসেসিং করা যায়।
  • তাৎক্ষণিক কোনো ডেটা আপডেট করা যায়।
  • ফাইলের যেকোনো স্থানে ডেটা সন্নিবেশ করা যায়।
  • কাঙ্ক্ষিত ডেটা পেতে সম্পূর্ণ ফাইল পড়ার দরকার হয় না বলে সময়ও খরচ কম হয়।
  • একসাথে একাধিক রেকর্ড প্রসেস করা যায়।
অসুবিধা 
  • র‌্যান্ডম অ্যাকসেস ফাইল সংগঠন প্রোগামিং দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন কঠিন।
  • প্রক্রিয়াকরণের পূর্বেকার ডেটা প্রক্রিয়াকরণের ফলে বিলুপ্ত হয় বলে ব্যাকআপ (Backup) রাখতে হয়।
  • এ ফাইল সংগঠনে ব্যবহৃত Hashing algorithm এ hashing value গণনা অনেক সময় বাড়তি বোঝা হিসেবে গণ্য হয়।
  • একাধিক ব্যবহারকারী একসাথে ব্যবহার করলে নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

আশা করি র‌্যান্ডম অ্যাক্সেস ফাইল কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন