ষষ্ঠ অধ্যায় : ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ-দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ১ম পত্র [2023]

ষষ্ঠ অধ্যায় : ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ-দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ১ম পত্র:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ষষ্ঠ অধ্যায় : ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ-দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ১ম পত্র” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ষষ্ঠ অধ্যায় : ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ-দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ১ম পত্র

ষষ্ঠ অধ্যায় : ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ-দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ১ম পত্র

প্রশ্ন-১। ত্রিকোণমিতি কাকে বলে?

উত্তরঃ গণিতশাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহুর পরিমাণ এবং এসব সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়, তাকে ত্রিকোণমিতি বলে। 

ত্রিকোণমিতির দুটি শাখার একটি সমতলীয় ত্রিকোণমিতি এবং অপরটি গোলকীয় ত্রিকোণমিতি।

প্রশ্ন-২। ত্রিকোণমিতি শাখাটি কে আবিষ্কার করেন?

উত্তরঃ হিপাচার্স।

প্রশ্ন-৩। ত্রিকোণমিতিতে কোণের পরিমাপের জন্য সাধারণত কয় প্রকারের পদ্ধতি ব্যবহার করা হয়?

উত্তরঃ ২ প্রকার।

প্রশ্ন-৪। রেডিয়ান কি?

উত্তরঃ রেডিয়ান একটি কোণের মৌলিক একক।

প্রশ্ন-৫। y = sinx ফাংশনের দশা কত?

উত্তরঃ 2π।

প্রশ্ন-৬। ব্রিটিশ পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ ষাটমূলক পদ্ধতিকে ব্রিটিশ পদ্ধতি বলে।

প্রশ্ন-৭। ফরাসী পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ শতমূলক পদ্ধতিকে ফরাসী পদ্ধতি বলে।

প্রশ্ন-৮। চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট কাকে বলে?

উত্তরঃ দুইটি পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা একটি সমতলকে চারটি অংশে ভাগ করে। এই এক একটি ভাগকে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট বলে।

প্রশ্ন-৯। পর্যায়ভিত্তিক ফাংশন কাকে বলে?

উত্তরঃ যে ফাংশনের মান একটি নির্দিষ্ট ব্যবধির পর পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যায়ভিত্তিক ফাংশন বলে। যেমন sinx, tanx এগুলো পর্যায়ভিত্তিক ফাংশন।

প্রশ্ন-১০। বৃত্তকলা কাকে বলে?

উত্তরঃ একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলে।

প্রশ্ন-১১। ষাটমূলক পদ্ধতি বলতে কী বোঝায়?

উত্তরঃ দুইটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে সন্নিহিত কোণদ্বয় উৎপন্ন হয়, তাদের প্রত্যেককে সমকোণ বলে। 

সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলে। আবার 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 মিনিট এবং 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 সেকেন্ড বলে। অর্থাৎ, 1 সমকোণ = 90°, 1° = 60' এবং 1' = 60". প্রত্যেক ক্ষেত্রে সমান 60 ভাগে ভাগ করার কারণে এটি ষাটমূলক পদ্ধতি নামে পরিচিত।

প্রশ্ন-১২। রেডিয়ান কোণ কাকে বলে?

উত্তরঃ কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান কোণ বলে।

প্রশ্ন-১৩। একটি সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?

উত্তরঃ ৬।

প্রশ্ন-১৪। সমকোণী ত্রিভুজে অতিভুজের বিপরীত কোণের মান কত?

উত্তরঃ ৯০ ডিগ্রি।

প্রশ্ন-১৫। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?

উত্তরঃ অতিভুজ।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ষষ্ঠ অধ্যায় : ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ-দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ১ম পত্র বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন