অসম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর [2023]

অসম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “অসম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অসম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর

অসম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো

যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার যদি সমান না থাকে তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে।

কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো।

কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে সেটি যদি সুষম বেগে না চলে তবে তার বেগ সময়ের সাথে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। 

এক্ষেত্রে মানের পরিবর্তন বা দিকের পরিবর্তন বা উভয়ের পরিবর্তন হতে পারে। আবার সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারই হল ত্বরণ। সুতরাং এটি বলা যায় যে, বস্তুর বেগের পরিবর্তনই ত্বরণ সৃষ্টির কারণ। 

কেননা যদি কোনো বস্তু সুষম বেগে চলতো তাহলে তার বেগের কখনও পরিবর্তন হয় না বলেই এক্ষেত্রে ত্বরণ থাকে না। অতএব, ত্বরণ সৃষ্টির মূল কারণ হলো ক্রিয়াশীল বল।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অসম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন