মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না- এ ব্যাপারে করণীয় কী?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না- এ ব্যাপারে করণীয় কী?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না- এ ব্যাপারে করণীয় কী?
মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না - এ সমস্যা থেকে সমাধান পেতে যা যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো:
- কম্পিউটারের সাথে মাউসের ক্যাবল সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে এবং ভালোভাবে লাগিয়ে পুনরায় পরীক্ষা করতে হবে।
- পোর্ট পরিবর্তন করে দেখতে হবে।
- অন্য একটি ভালো মাউস পোর্টে লাগিয়ে দেখতে হবে।
- বায়োসে প্রবেশ করে দেখতে হবে মাউস ডিজ্যাবল করা আছে কিনা? যদি থাকে এনাবল করে দিয়ে সেভ করে বায়োস থেকে বের হয়ে আসতে হবে।
- এরপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে ভালো একটি মাউস লাগিয়ে নিন। তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না- এ ব্যাপারে করণীয় কী? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।