পঞ্চম অধ্যায় : দেব-দেবী ও পূজা-পার্বণ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা- বিস্তারিত [2023]

পঞ্চম অধ্যায় : দেব-দেবী ও পূজা-পার্বণ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “পঞ্চম অধ্যায় : দেব-দেবী ও পূজা-পার্বণ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পঞ্চম অধ্যায় : দেব-দেবী ও পূজা-পার্বণ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

পঞ্চম অধ্যায় : দেব-দেবী ও পূজা-পার্বণ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রশ্ন-১। পূজা কাকে বলে?
উত্তরঃ দেব-দেবীকে পুষ্পপত্র, নৈবেদ্য ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাকে পূজা বলে।

প্রশ্ন-২। দেবতা কাকে বলে?
উত্তরঃ ঈশ্বর যখন নিজের গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন, তাকে দেবতা বলে।

প্রশ্ন-৩। সৃষ্টির দেবতা কে?
উত্তরঃ সৃষ্টির দেবতা ব্রহ্মা।

প্রশ্ন-৪। পালনের দেবতা কাকে বলে?
উত্তরঃ বিষ্ণু।

প্রশ্ন-৫। বৈদিক দেবতা কাকে বলে?
উত্তরঃ যে-সকল দেবতার নাম বেদে উল্লেখ রয়েছে, তাঁদের বৈদিক দেবতা বলে।

প্রশ্ন-৬। পৌরাণিক দেবতা কাদেরকে বলা হয়?
উত্তরঃ পুরাণে যে সকল দেবতার নাম উল্লেখ আছে তাঁদেরকে পৌরাণিক দেবতা বলে।

প্রশ্ন-৭। লৌকিক দেবতা কাকে বলে?
উত্তরঃ বেদে বা পুরাণে উল্লেখ নেই কিন্ত লৌকিকভাবে পূজিত হন এমন দেবতাদের বলা হয় লৌকিক দেবতা।

প্রশ্ন-৮। পূজাবিধি কাকে বলে?
উত্তরঃ হিন্দুধর্মে বিভিন্ন দেব-দেবীর পূজা করার যে বিভিন্ন রীতি-নীতি আছে, তাকে পূজাবিধি বলে।

প্রশ্ন-৯। শালগ্রাম শিলার রঙ কেমন?
উত্তরঃ শালগ্রাম শিলার রঙ কালো।

প্রশ্ন-১০। পূজা মানে  কি?
উত্তরঃ পূজা মানে শ্রদ্ধা জ্ঞাপন।

প্রশ্ন-১১। নৈবেদ্য কি?
উত্তরঃ নৈবেদ্য হলো ফুল, ফল মিষ্টি জাতীয় খাদ্য; যা দেব-দেবীর উদ্দেশ্যে প্রদান করা হয়।

প্রশ্ন-১২। পঞ্চারতি কি?
উত্তরঃ পঞ্চারতি হচ্ছে একই সাথে পাঁচটি প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় এমন একটি পূজার উপকরণ।

প্রশ্ন-১৩। পূজায় ব্যবহৃত হলুদ কী নির্দেশ করে?
উত্তরঃ পূজায় ব্যবহৃত হলুদ পরিশুদ্ধ চিন্তাকে নির্দেশ করে।

প্রশ্ন-১৪। মনসা দেবীর নাম কীভাবে হয়েছে?
উত্তরঃ মনসা দেবী মন থেকে সাকার রূপ লাভ করেছেন বলে তাঁর নাম হয়েছে মনসা।

প্রশ্ন-১৫। কোন দেবীকে সর্পকুলের জননী বলা হয়?
উত্তরঃ মনসাদেবীকে সর্পকুলের জননী বলা হয়।

প্রশ্ন-১৬। সাপের রাজা কে?
উত্তরঃ সাপের রাজা বাসুকি।

প্রশ্ন-১৭। নাগপঞ্চমী তিথি কাকে বলে?
উত্তরঃ আষাঢ় মাসের পূর্ণিমার পরের তিথিকে নাগপঞ্চমী তিথি বলে।

প্রশ্ন-১৮। 'নারায়ণ' শব্দের অর্থ কি?
উত্তরঃ 'নারায়ণ' শব্দের অর্থ সকল জীবের আশ্রয়স্থল।

প্রশ্ন-১৯। শ্রীমদভগবগীতা ও পুরাণে অনুসারে সর্বশ্রেষ্ঠ দেবতা কে?
উত্তরঃ শ্রীমদভগবগীতা ও পুরাণে অনুসারে নারায়ণকে সর্বশ্রেষ্ঠ দেবতা হিসাবে অভিহিত করা হয়েছে।

প্রশ্ন-২০। নারায়ণের সহধর্মিণীর নাম কী?
উত্তরঃ নারায়ণের সহধর্মিণীর নাম দেবী লক্ষ্মী

প্রশ্ন-২১। নারায়ণের বাহন কী?
উত্তরঃ নারায়ণের বাহন গরুড়।

প্রশ্ন-২২। সূর্য ও ছায়ার পুত্র কে?
উত্তরঃ শনিদেব হলেন সূর্য ও ছায়ার পুত্র।

প্রশ্ন-২৩। শনিদেবের বাহন কী?
উত্তর : শনিদেবের বাহন শকুন।

প্রশ্ন-২৪। শনিপূজার উদ্দেশ্য কী?
উত্তর : শনিপূজার উদ্দেশ্য হলো শনিদেবকে সন্তুষ্ট রাখা, বিভিন্ন ধরনের রোগ-পীড়া থেকে মুক্ত থাকা এবং মনের শান্তি বজায় রাখা।

প্রশ্ন-২৫। পার্বণ বলতে কি বোঝায়?
উত্তরঃ ‘পার্বণ’ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। হিন্দুধর্মের বিধিবিধান অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজার বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয় যাকে পার্বণ বলা হয়।

প্রশ্ন-২৬। শালগ্রাম শিলা কি?
উত্তরঃ শালগ্রাম শিলা এক প্রকার সামুদ্রিক জীবাশ্ম, যা ভারতের গণ্ডকী নদীর তীরে শালগ্রাম নামক গ্রামে পাওয়া যায়। এই জীবাশ্মটি গোল কালো রঙের হয়ে থাকে। এই শিলাকে নারায়ণ চক্রও বলা হয়।

আশা করি পঞ্চম অধ্যায় : দেব-দেবী ও পূজা-পার্বণ অষ্টম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন