সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কত প্রকার ও কি কি? [2023]

সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কত প্রকার ও কি কি? :  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কত প্রকার ও কি কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কত প্রকার ও কি কি?

সংঘর্ষ কাকে বলে? 

সংঘর্ষ কাকে বলে?

অতি অল্প সময়ের জন্য বৃহৎ কোনো বল ক্রিয়া করে বস্তুর গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে সংঘাত বা সংঘর্ষ বলে।

সংঘর্ষ কত প্রকার ও কি কি?

সংঘর্ষ প্রধানত দুই প্রকার। যথা- ১। স্থিতিস্থাপক সংঘর্ষ ও ২। অস্থিতিস্থাপক সংঘর্ষ।

স্থিতিস্থাপক সংঘর্ষঃ বাহ্যিক বল প্রযুক্ত না হলে, যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি সর্বদা অপরিবর্তিত থাকে, তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। 

অধিকাংশ পারমাণবিক সংঘর্ষ, নিউক্লিও সংঘর্ষ, মৌলিক কণাসমূহের সংঘর্ষ ইত্যাদি স্থিতিস্থাপক সংঘর্ষ।

অস্থিতিস্থাপক সংঘর্ষঃ বাহ্যিক বলের ক্রিয়া শূন্য হলেও যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। বাস্তবে প্রায় সকল সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ। 

কারণ বেশিরভাগ সংঘর্ষেই গতিশক্তির কিছু অংশ শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে মোট গতিশক্তির হ্রাস হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কত প্রকার ও কি কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন