কমান্ড বাটন কাকে বলে? [2023]

কমান্ড বাটন কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “কমান্ড বাটন কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কমান্ড বাটন কাকে বলে?

কমান্ড বাটন কাকে বলে?

ডায়ালগ বক্সের OK, Cancel, Help ইত্যাদি লিখা বাটনগুলােকে কমান্ড বাটন  বলে। ডায়ালগ বক্সে বিভিন্ন অপশন ব্যবহার করে OK বাটনে ক্লিক্ করলে পরিবর্তন বা অন্যান্য নির্বাচিত অপশন বাটনগুলো কার্যকরী হয়। 

Cancel বাটনে ক্লিক করলে পরিবর্তন বা নির্বাচন বাতিল হয়ে ডায়ালগ বক্স বন্ধ হয়ে যাবে। Help বাটনে ক্লিক্ করলে বিভিন্ন বাটন এবং অপশনগুলো সম্পর্কে তথ্য সহায়তা পাওয়া যাবে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে কমান্ড বাটন  কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন