ভ্যানডার ওয়ালস বল কাকে বলে? ভ্যানডার ওয়ালস বলের বৈশিষ্ট্য কি কি? [2023]

ভ্যানডার ওয়ালস বল কাকে বলে? ভ্যানডার ওয়ালস বলের বৈশিষ্ট্য কি কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ভ্যানডার ওয়ালস বল কাকে বলে? ভ্যানডার ওয়ালস বলের বৈশিষ্ট্য কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ভ্যানডার ওয়ালস বল কাকে বলে? 

অপোলার সমযোজী যৌগসমূহের একটি অণু কর্তৃক অন্যান্য অণু যে দুর্বল এবং ক্ষণস্থায়ী আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয় তাকে ভ্যানডার ওয়ালস বল বলে।

প্রকৃতপক্ষে আন্তঃআণবিক আকর্ষণ বলসমূহই ভ্যানডার ওয়ালস বলের বিভিন্ন গঠন রূপ। অর্থাৎ সামগ্রিকভাবে আন্তঃআণবিক আকর্ষণ বলকেই ভ্যানডার ওয়ালস বল বলা হয়। 

ভ্যানডার ওয়ালস বল দেখা যায় কিছু সমযোজী মৌলের অণু (যেমন- H2, N2, O2 ইত্যাদি) এবং নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে।

ভ্যানডার ওয়ালস বল কাকে বলে? ভ্যানডার ওয়ালস বলের বৈশিষ্ট্য কি কি?

ভ্যানডার ওয়ালস বলের বৈশিষ্ট্য কি কি?

  • এই বল গ্যাসীয় অণুগুলোর মধ্যে বিদ্যমান থাকে। কঠিন ও তরল অবস্থাতেও এই বল কার্যকরী থাকে। এ বলের কারণেই গ্যাস তরল বা কঠিন হয়।
  • ভ্যানডার ওয়ালস বল খুবই দুর্বল প্রকৃতির বল। নিষ্ক্রিয় মৌলগুলোর নিম্ন গলনাংক ও স্ফুটনাংকের মান থেকে এর প্রমান পাওয়া যায়।
  • সমযোজী বন্ধন শক্তির তুলনায় ভ্যানডার ওয়ালস বলের শক্তি খুবই কম। সামান্য তাপ প্রয়োগ করলেই এদের কেলাস ভেঙ্গে যায়।
  • ভ্যানডার ওয়ালস বলের কোনো দিক নির্দেশক ধর্ম নেই। সেজন্য আণবিক কেলাসে অণুগুলো তাদের আকৃতি অনুযায়ী ঘন-সন্নিবিষ্ট গঠন করে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ভ্যানডার ওয়ালস বল কাকে বলে? ভ্যানডার ওয়ালস বলের বৈশিষ্ট্য কি কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন