হাকেল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কাকে বলে?নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে? [2023]

হাকেল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কাকে বলে?নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “হাকেল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কাকে বলে?নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

হাকেল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কাকে বলে?নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?

হাকেল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কাকে বলে?নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?

যে প্রোগ্রামিং এর বিভিন্ন নির্দেশ বা ইনস্ট্রাকশন চিত্রের মাধ্যমে দেওয়া হয় তাকে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলে। 

কী-বোর্ডের কোনো কী তে চাপ দেওয়া, কোনো বিশেষ কন্ট্রোলের ওপর মাউসের পয়েন্ট দিয়ে ক্লিক করা ইত্যাদি হলো ইভেন্ট। 

ব্যবহারকারী যখন কোনো কমান্ড বাটনের ওপর ক্লিক করেন তখন সেই নির্দেশটি কার্যকর হয়। এক্ষেত্রে Command হচ্ছে ‘নিয়ন্ত্রণ’ বা ‘কন্ট্রোল’ এবং ক্লিক করা হচ্ছে ‘ইভেন্ট’।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে হাকেল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কাকে বলে?নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন