আধান বা চার্জ কি?,চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “আধান বা চার্জ কি?,চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
আধান বা চার্জ কি?
চার্জ হলো পরমাণু গঠনকারী কণাসমূহের (ইলেকট্রন, প্রোটন, পজিট্রন) মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম। ইলেকট্রনের চার্জকে একক ঋণাত্মক এবং প্রোটন ও পজিট্রনের চার্জকে একক ধনাত্মক চার্জ হিসেবে বিবেচনা করা হয়।
স্বাভাবিক অবস্থায় একটি পদার্থের টুকরায় ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে বিধায় এটি মোটের ওপর চার্জ নিরপেক্ষ থাকে। তবে অন্য কোনো বস্তুর সাথে ঘর্ষণ বা অন্য কোনো ভৌত প্রক্রিয়ায় টুকরাটি কিছু সংখ্যক ইলেকট্রন হারালে বা বাইরে থেকে কিছু সংখ্যক ইলেকট্রন লাভ করলে তখন টুকরাটিতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় না বিধায় টুকরাটি মোটের ওপর চার্জ নিরপেক্ষ হয় না।
চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা
এই মহাবিশ্বের মোট চার্জের (ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ) পরিমাণ সর্বদা ধ্রুব। অর্থাৎ চার্জের সৃষ্টি বা ধ্বংস নেই। চার্জ কেবল এক বস্তু হতে অন্য বস্তুতে সঞ্চালিত হতে পারে। দুটি বস্তুর মধ্যে যখন চার্জের বিনিময় হয় তখন এক বস্তু যে পরিমাণ চার্জ হারায়, অপর বস্তু ঠিক সে পরিমাণ চার্জ লাভ করে৷ অর্থাৎ নতুন কোনো চার্জের সৃষ্টি হয় না বা চার্জের বিলুপ্তি ঘটে না। একেই চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা বলে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে আধান বা চার্জ কি?,চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।