হাকেল নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে? [2023]

হাকেল নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “হাকেল নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

হাকেল নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?

হাকেল নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে?

হাকেল নীতিটি হলো– অ্যারোমেটিক যৌগের অণুতে (4n + 2) সংখ্যক পাই (π) ইলেকট্রন থাকে। এখানে, n = 0, 1, 2, 3...... পূর্ণ সংখ্যা। জৈব যৌগের অ্যারোমেটিসিটি এই নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা করা হয়।

অ্যারোমেটিসিটি কাকে বলে?

সঞ্চারণশীল π-ইলেকট্রনের উপস্থিতির কারণে অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রকাশ পায়। 

এই বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলে। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো হলো– ১. বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা; ২. অনুরণন বা রেজোন্যান্স; ৩. সঞ্চারণশীল π-ইলেকট্রন; ৪. ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া; ৫. হাকেল নীতি অনুসরণ; ৬. বিশেষ স্থায়িত্ব ইত্যাদি।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে হাকেল নীতি কি? অ্যারোমেটিসিটি কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন