আয়োডিমিতি ও আয়োডোমিতি কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “আয়োডিমিতি ও আয়োডোমিতি কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
আয়োডোমিতি কাকে বলে?
আয়োডিমিতি কাকে বলে?
যে প্রক্রিয়ায় প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সরাসরি কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে আয়োডিমিতি বলে।
যেমন, প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে টাইট্রেশন প্রক্রিয়ায় Na2S2O3 এর ঘনমাত্রা নির্ণয় করা যায়।
যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কোনো I2 এর ঘনমাত্রা অন্য কোনো বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করে পরোক্ষভাবে নির্ণয় করা হয় তাকে আয়োডোমিতি বলে।
যেমন, CuSO4 এর সাথে KI এর বিক্রিয়ায় যে আয়োডিন উৎপন্ন হয় তার ঘনমাত্রা Na2S2O3 এর সাথে বিক্রিয়া ঘটিয়ে নির্ণয় করা যায়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে আয়োডিমিতি ও আয়োডোমিতি কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।