টিএনটি কি? ট্রাই নাইট্রো টলুইন, (টি.এন.টি) এর ব্যবহার [2023]

টিএনটি (TNT) কি? ট্রাই নাইট্রো টলুইন, (টি.এন.টি) এর ব্যবহার:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “টিএনটি (TNT) কি? ট্রাই নাইট্রো টলুইন, (টি.এন.টি) এর ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

টিএনটি  কি? ট্রাই নাইট্রো টলুইন, (টি.এন.টি) এর ব্যবহার

টিএনটি (TNT) কি?

টিএনটি কি? 

টিএনটি অর্থাৎ ট্রাই নাইট্রো টলুইন হলো হলুদ বর্ণের দাহ্য পদার্থ। বিস্ফোরক ধর্মের কারণে বোমা তৈরিতে এটি ব্যবহৃত হয়। বোমা ছাড়াও অন্যান্য বিস্ফোরক দ্রব্য তৈরিতে টিএনটি ব্যবহার করা হয়।

ট্রাই নাইট্রো টলুইন, (টি.এন.টি) এর ব্যবহার

টিএনটি (TNT) একটি বিস্ফোরক পদার্থ। অণুটিতে অক্সিজেনের আনুপাতিক পরিমাণ যথেষ্ট বেশি থাকায় সামান্য আঘাতেই এর অভ্যন্তরীণ দহন ঘটে। এই দহনে প্রচুর পরিমাণ গ্যাসীয় পদার্থ উৎপন্ন হওয়ায় প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, ফলে তীব্র বিস্ফোরক ঘটে।

 টি.এন.টি একটি ঈষৎ হলুদ বর্ণের কেলাসাকার কঠিন পদার্থ যার গলনাঙ্ক 81°C। এটি একটি বিস্ফোরক দ্রব্য যা বোমা, হ্যান্ড গ্রেনেড, টর্পেডোসহ বিভিন্ন অস্ত্রে ব্যবহার করা হয়। 

টি.এন.টি ও অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণে প্রস্তুত অ্যামাটাল নামক বিস্ফোরক পদার্থ ব্যবহার করে পুরাতন স্থাপনা ধ্বংস করা হয়। টি.এন.টি নিম্নরূপে বিস্ফোরিত হয়।

2TNT → 3N2(g) + 5H2(g) + 12CO(g) + 2C + বিপুল শক্তি।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে টিএনটি (TNT) কি? ট্রাই নাইট্রো টলুইন, (টি.এন.টি) এর ব্যবহার বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন