অতি পরিবাহিতা কাকে বলে? তাপমাত্রা বাড়লে তামার তারের পরিবাহিতা কমে কেন?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “অতি পরিবাহিতা কাকে বলে? তাপমাত্রা বাড়লে তামার তারের পরিবাহিতা কমে কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
অতি পরিবাহিতা কাকে বলে?
অত্যাধিক নিম্ন তাপমাত্রায় কিছু কিছু ধাতুর মধ্য দিয়ে অল্প বিভব পার্থক্য প্রয়োগেই প্রচন্ড মানের তড়িৎ প্রবাহিত হতে পারে। এ ধর্মকে অতি পরিবাহিতা বলে।
তাপমাত্রা বাড়লে তামার তারের পরিবাহিতা কমে কেন?
তড়িৎ পরিবাহীতে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহকের দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলে মুক্ত ইলেকট্রনগুলো আন্তঃআণবিক স্থানের মধ্যে দিয়ে চলার সময় অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
ফলে পরিবাহীতে রোধের সৃষ্টি হয়। তাপমাত্রা বৃদ্ধি করলে অতিরিক্ত শক্তি পাওয়ায় পরিবাহকের অণু পরমাণুগুলোর কম্পন বেড়ে যায়। ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায়।
সাথে সাথে রোধও বাড়তে থাকে। এখন, পরিবাহিতা, G =1/R সমীকরণ অনুসারে রোধ বাড়লে পরিবাহিতা কমে যাবে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অতি পরিবাহিতা কাকে বলে? তাপমাত্রা বাড়লে তামার তারের পরিবাহিতা কমে কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।