সপ্তম অধ্যায় : সরল সমীকরণ (গণিত), সপ্তম শ্রেণি: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সপ্তম অধ্যায় : সরল সমীকরণ (গণিত), সপ্তম শ্রেণি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
সপ্তম অধ্যায় : সরল সমীকরণ (গণিত), সপ্তম শ্রেণি
প্রশ্ন-১। সরল সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত কত?
উত্তরঃ ১।
প্রশ্ন-২। চলক কাকে বলে?
উত্তরঃ সমীকরণের অজ্ঞাত রাশিকে চলক বলে।
প্রশ্ন-৩। সমীকরণ কাকে বলে?
উত্তরঃ চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে।
প্রশ্ন-৪। সমীকরণের মূল কাকে বলে?
উত্তরঃ সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায়, তাকে সমীকরণের মূল বলে। এই মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় বা দুইপক্ষ সমান হয়।
প্রশ্ন-৫। গুণের বর্জন বিধি কাকে বলে?
উত্তরঃ কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক বাদ দেওয়াকে গুণের বর্জন বিধি বলে।
প্রশ্ন-৬। পক্ষান্তর বিধি কাকে বলে?
উত্তরঃ কোনো সমীকরণের এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপরপক্ষে নেওয়াকে পক্ষান্তর বিধি বলে।
আশা করি “সপ্তম অধ্যায় : সরল সমীকরণ (গণিত), সপ্তম শ্রেণি”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ