পিউরিন কি? [2023]

পিউরিন কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “পিউরিন কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পিউরিন কি?

পিউরিন কি?

পিউরিন (Purine) হচ্ছে এক ধরনের অ্যামাইনো এসিড যা অ্যামাইনো মূলক (-NH

2) ও হাইড্রোক্সিল মূলক (-OH

) মিলে গঠিত। পিউরিনের অণুতে দুটি রিং একসাথে সংযুক্ত থাকে। পিউরিন দুই প্রকার। 

যথা: ১. অ্যাডনিন ও ২. গুয়ানিন। অ্যাডনিনের রাসায়নিক সংকেত C5H5N5 এবং গুয়ানিনের রাসায়নিক সংকেত C5H5N5O।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পিউরিন কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন