প্যারাসিটামল কাকে বলে? প্যারাসিটামলের প্রস্তুতি ও ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “প্যারাসিটামল কাকে বলে? প্যারাসিটামলের প্রস্তুতি ও ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
প্যারাসিটামল কাকে বলে? প্যারাসিটামলের প্রস্তুতি ও ব্যবহার
4-হাইড্রক্সিঅ্যাসিট্যানিলাইড বা N-(4-হাইড্রক্সিফিনাইল) ইথান্যামাইডকে প্যারাসিটামল বলে। এটি অ্যাসিট্যামিনোফেনল বা N-অ্যাসিটাইল-p-অ্যামিনোফেনল নামেও পরিচিত।
প্যারাসিটামল প্রস্তুতি
প্যারাসিটামল উৎপাদনের জন্য প্রথমে ফেনলকে NaNO3 ও H₂SO₄ এর মিশ্রণ দ্বারা নাইট্রেশন করা হয়।
ফলে যে 2-নাইট্রোফেনল এবং 4-নাইট্রোফেনল মিশ্রণ পাওয়া যায় তা থেকে 4-নাইট্রোফেনলকে আলাদা করে সংগ্রহ করা হয়।
এরপর একে সােডিয়াম বােরােহাইড্রাইড দ্বারা বিজারিত করলে 4-অ্যামিনােফেনল উৎপন্ন হয়। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা 4-অ্যামিনােফেনলকে অ্যাসিটাইলেশন করলে 4-হাইড্রোক্সিঅ্যাসিটানিলাইড তথা প্যারাসিটামল উৎপন্ন হয়।
প্যারাসিটামলের ব্যবহার
প্যারাসিটামল বিশ্বব্যাপী ব্যাথা নিবারক (অ্যানালজেসিক) ও জ্বর উপশমকারী (অ্যান্টিপাইরেটিক) হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি মাথা ব্যাথা এবং সর্দি-ফ্লু উপশমেও কাজ করে।
তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল ব্যবহার করা উচিত নয়। এর অপব্যবহারে কিডনির ক্ষতিসহ দেহে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে প্যারাসিটামল কাকে বলে? প্যারাসিটামলের প্রস্তুতি ও ব্যবহার বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।